AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তোমার ভেতরের নারীত্বকে না বুঝলে তুমি পুরুষ নও’, সোশ্যাল মিডিয়ায় সরব ইরফান-পুত্র বাবিল খান

ইরফান খানের পুত্র বাবিল খান কোথাও বেরনর আগে মুখে ফেস-প্যাক মাখেন। মেক-আপ করেন। সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা ঠাট্টা করেছেন। কমেন্ট-বক্সে হাসির হুল্লোড় উঠেছে। বাবিল শুনিয়েছেন ‘আদর্শ’ পুরুষের সংজ্ঞা।

‘তোমার ভেতরের নারীত্বকে না বুঝলে তুমি পুরুষ নও’, সোশ্যাল মিডিয়ায় সরব ইরফান-পুত্র বাবিল খান
বাবিল খান
| Edited By: | Updated on: Feb 26, 2021 | 6:32 PM
Share

প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান বরাবরই সোশ্যাল মিডিয়ায় খুব অ্যক্টিভ। প্রতিদিনই বাবিল কিছু-না-কিছু পোস্ট করেন। বিশেষ করে বাবা চলে যাবার পর বাবিল প্রচুর ফ্যামিলি ছবি পোস্ট করেছেন। স্মৃতিতে বাবাকে বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা ছেলের।

View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)

সম্প্রতি বাবিল একটি সংবেদনশীল ভিডিয়ো পোস্ট করেছেন। তিনি মুখে ফেস-প্যাক মেখেছেন। চোখের কোলে তাঁর কালো স্পট। সেই কালো দাগ ওঠাতেই ফেস-প্যাক মেখেছেন তিনি। মুখে ফেস-প্যাক লাগিয়ে দারুণ একটা লেখা লিখেছেন বাবিল। তিনি লিখেছেন “কোথাও বেরবার আগে আমি মুখে ফেস-প্যাক লাগালে বা মেক-আপ করলে আজও কিছু মানুষ জিজ্ঞেস করে– তুমি কি মেয়ে?” এরপর অত্যন্ত গভীর অনুভবের কথা লিখেছেন বাবিল। ভীষণ দামি কথা। তিনি লিখেছেন “তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতরের নারীত্বকে বুঝতে পারছ, ততক্ষণ পর্যন্ত তুমি পুরুষ নও। ওটা আসলে বিষাক্ত পুরুষত্ব। আমি ত্বক চর্চা করতে ভালবাসি। আমি নিজেকে সেক্সি দেখতে পছন্দ করি। আমি নারীকে ভালবাসি। আমি নিজে পুরুষ হয়ে খুশি।”

আরও পড়ুন :চেক বাউন্স করেছে, জালিয়াতিতে ফাঁসলেন আমিশা পটেল

বাবিলের এই ‘আদর্শ’ পুরুষের সংজ্ঞায় হাসির খোরাক পেয়েছে ফ্যানরা। কমেন্ট-বক্সে হাসির হুল্লোড় উঠেছে। একজন ঠাট্টা করে লিখেছেন “তুমি একজন সুন্দরী মেয়েলি পুরুষ।”