AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagnoor Aneja: ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা জাগনুর আনেজা

Jagnoor Aneja: জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মিশরে বেড়াতে গিয়েছিলেন জাগনুর। সেখানে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এই দুঃসংবাদে জাগনুরের পরিবার এবং অনুরাগীরা একেবারে ভেঙে পড়েছেন।

Jagnoor Aneja: ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা জাগনুর আনেজা
জাগনুর আনেজা।
| Edited By: | Updated on: Sep 24, 2021 | 2:18 PM
Share

ফের মৃত্যু বলিউডে। কিছুদিন আগেই মাত্র ৪০ বছর বয়সে অকাল প্রয়াত সিদ্ধার্থ শুক্লর পর এ বার মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত হলেন জাগনুর আনেজা। এমটিভি লভ স্কুল সিজন ২-এর প্রতিযোগী ছিলেন জাগনুর। সূত্রের খবর, গত ২১ সেপ্টেম্বর মিশরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাগনুরের।

জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মিশরে বেড়াতে গিয়েছিলেন জাগনুর। সেখানে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এই দুঃসংবাদে জাগনুরের পরিবার এবং অনুরাগীরা একেবারে ভেঙে পড়েছেন।

এমটিভি লভ স্কুল-এ অংশ নেওয়ার পরই জনপ্রিয়তা বেড়েছিল জাগনুরের। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয় ছিলেন। নিয়মিত আপডেট দিতেন। মিশর ভ্রমণের ছবিও শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে। অকালে তাঁর প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই।

এমটিভি লভ স্কুল-এর প্রথম সিজনেও অংশ নিয়েছিলেন জাগনুর। সেখানে বান্ধবী মনীষার সঙ্গে প্রথমে আলাপ পরে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। কিন্তু তাঁদের সেই সম্পর্ক ভেঙেও যায়। দ্বিতীয় সিজনে মনিকার সঙ্গে অংশ নেন তিনি। জাগনুরের প্রয়ানের খবর শুনে তাঁর বন্ধু তথা অভিনেতা মাহির পান্ধি বন্ধুর সঙ্গে সোশ্যাল ওয়ালে একটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার হওয়া সেই ছবির মাধ্যমেই বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি। মাহির লিখেছেন, ‘তোর আত্মার শান্তি কামনা করি। আমার ভাই, তোকে মিস করব। অন্যদিকে তোর সঙ্গে দেখা হবে।’ জাগনুরের আর এক বন্ধু মহম্মদ এএল মামুদি জানান, ভারতে ফিরেই অভিনয়ে বড় ভাবে ডেবিউ করার কথা ছিল জাগনুরের। তাঁর কথায়, “জাগনুর আমাদের ছেড়ে চলে গিয়েছে এটা বিশ্বাস করাই খুব তঠিন। গত সপ্তাহেই মিশরে আমরা একসঙ্গে ডিনার করেছি। ও অত্যন্ত আনন্দে ছিল। কারণ ও আমাদের বলেছিল, ভারতে ফিরেই অভিনয়ে বড় আকারে ডেবিউ করবে। অভিনয়ের কেরিয়ার নিয়ে সিরিয়াস ছিল ও।”

মৃত্যুর একদিন আগে মিশর থেকে যে ভিডিয়ো জাগনুর শেয়ার করেছিলেন, তার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘গিজার পিরামিড দেখার পর আমার স্বপ্ন সত্যি হল। আমার বাকেট লিস্টের আরও একটাতে টিক পরে গেল।’

আরও পড়ুন, Naga Chaitanya: ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্য আলোচনা কষ্টদায়ক’, বললেন নাগা চৈতন্য