AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

John Abraham: জন্মদিনের ৩দিন আগে সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট, ছবি, ভিডিয়ো কেন ডিলিট করলেন জন?

গত বছরের শেষের দিকের ঘটনা। হঠাৎই ইনস্টাগ্রাম থেকে নিজের সমস্ত ছবি, ভিডিয়ো পোস্ট হটিয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবছরের শেষে সেই একই কাজ করলেন জন।

John Abraham: জন্মদিনের ৩দিন আগে সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট, ছবি, ভিডিয়ো কেন ডিলিট করলেন জন?
জন আব্রাহাম।
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 9:16 PM
Share

অভিনেতার নাম জন আব্রাহাম। সুঠাম চেহারা। দারুণ হাইট। ‘মাদ্রাজ ক্যাফে’, ‘সত্যমেব জয়তে’-এর মতো দুর্দান্ত সব অ্যাকশন ছবিতে হিরো। আবার পর্দায় রোম্যান্সও করেছেন একদা প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা ৯.৭ মিলিয়ন। সকলের চোখের সামনে ইনস্টাগ্রাম থেকে তাঁর সমস্ত পোস্ট সরিয়ে দিলেন জন। হাঁটলেন দীপিকা পাড়ুকোনের পথে।

গত বছরের শেষের দিকের ঘটনা। হঠাৎই ইনস্টাগ্রাম থেকে নিজের সমস্ত ছবি, ভিডিয়ো পোস্ট হটিয়ে দিয়েছিলেন দীপিকা। হইহই পড়ে গিয়েছে। কী হয়েছে, কী হয়েছে রব! কিন্তু কিছুই হয়নি। হঠাৎই তাঁর মনে হয়েছিল, এবার একটু ঝাড় দিতে হবে। নাকি পাবলিসিটি স্টান্ট? তিনিই জানেন। জনেরও কি তাই? পাবলিসিটি স্টান্ট!

জন্মদিনের ঠিক ৩দিন আগে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্ট হাওয়া করলেন জন আব্রাহাম। ৯.৭ মিলিয়ান ফলোয়ারের মধ্যে ছিলেন আলিয়া ভাট, কৃতি শ্যানন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারাও।

কিছুই অবশিষ্ট রাখেননি জন। সব ধরে ডিলিট করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে। কিছুদিন আগে কপিল শর্মার শো-এ একটি ভিডিয়ো ভাইরাল হয় জনের। অভিনেত্রী ও পরিচালক দিব্যা খোসলা কুমারের সঙ্গে ‘সত্যমেব জয়তে ২’ ছবির প্রচারে এসেছিলেন জন। বলেছিলেন, স্ট্রেস ও খারাপ ডায়েট কতখানি ক্ষতিকারক। এক টুইটার ব্যবহারকারী সেসময় বলেছিলেন, “আমাদের ডাক্তারি ছাত্র-ছাত্রীদের যদি এধরনের আত্মবিশ্বাস থাকত! সব স্তরে বিদঘুটে বিষয় ঘটে।”

ক্লিপটি শেয়ার হওয়ার পরই ১.৭ লাখ মানুষ সেটি দেখেছিলেন। জনের বক্তব্যের সঙ্গে কিছুতেই একমত হতে পারছিলেন না নেটিজ়েনরা। তাঁর কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছিল।

মোহিত সুরির ‘এক ভিলেন রিটার্নস’-এ অভিনয় করেছেন জন। রয়েছেন অর্জুন কাপুর, দিশা পাটানি, তারা সুতারিয়ার মতো তারকাও।

আরও পড়ুন: Vicky-Katrina: ছিলাম, আছি, থাকব, হাতে হাত রেখে পথ চলব; লুকিয়ে রাখা প্রেম বলছে, ‘আমরা সদ্য বিবাহিত’