Kangana Ranaut: ‘এটা আলিয়ার জগত, আমরা কেবল বসবাস করি’, কঙ্গনার মন্তব্য ঘিরে যখন ধোঁয়াশা
Gossip: সেই কঙ্গনাই যখন মাঝে মধ্যে কারও প্রশংসায় পঞ্চ মুখ হন, তখন যেন নেটপাড়া ঠিক বুঝে উঠতে পারেন না কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বলিউডের ঠিক সমীকরণটা কেমন।
কঙ্গনা রানাওয়াত, তিনি কি সত্যি বলিউডের প্রশংসা করে পারেন? কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না নেটপাড়ার একাংশ। কঙ্গনা রানাওয়াত বরাবরই নিজেকে বলিউডের বহিরাগত বলে দাবি করে এসেছেন। বরাবরই তিনি জানিয়েছেন, তিনি মোটেও বলিউডের অন্দরমহলে স্বজন পোষনের রাজনীতি মেনে নিতে পারেননি। আর সেই কারণেই নিজেকে সরিয়ে রেখেছেন রাত পার্টি থেকে শুরু করে আড্ডার আসর থেকে। প্রথম থেকেই কঙ্গনার এই রূপ দেখে এসেছে ভক্তরা। কিন্তু সেই কঙ্গনাই যখন মাঝে মধ্যে কারও প্রশংসায় পঞ্চ মুখ হন, তখন যেন নেটপাড়া ঠিক বুঝে উঠতে পারেন না কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বলিউডের ঠিক সমীকরণটা কেমন।
ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এক একটি মন্তব্য। বর্তমানে তেমনই এক ভিডিয়ো এবার কঙ্গনার ভাইরাল হয়ে গেল নেট পাড়ায়। যা দেখা মাত্রই মিশ্র প্রতিক্রিয়া নেট পাড়ায়। অনেকেই এক বাক্যে জিজ্ঞেস করে বসলেন, তিনি ঠিক কী বলতে চাইছেন। আলিয়া ভাট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আলিয়া ভাট বলে বসলেন, আলিয়ার মাথায় বলিউডের তাজ। আলিয়াই কুই। এটা তো আলিয়ার জগত, আমরা কেবল এই জগতে বসবাস করি।
এই মন্তব্য করা পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা পলকে ভাইরাল হয়ে যায় ক্লিপিং। যেখানে এক শ্রেণি বোঝার চেষ্টা করে, যে এটা আদপে কোনও ব্যঙ্গ, নাকি প্রশংসা? এই মর্মে একের পর এক পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজ়েনদের একশ্রেণির মত আলিয়ার অভিনয়ে মুগ্ধ হয়ে এই মন্তব্য করেছেন তিনি, আবার কারও মতে আলিয়াকে কটাক্ষ করেই এই মন্তব্য অভিনেত্রীর। তিনি রাজি ছবি দেখে যদিও এই মন্তব্য করেছিলেন। তাই তিনি যে খোলা মনে কেবল প্রশংসা করতেই চেয়েছিলেন, তা এক কথায় ধরে নেওয়া যায়। কঙ্গনা প্রতি নিয়ত যেভাবে বলিউডকে আক্রমণ থাকেন, তাই এক্ষেত্রে কুইনের প্রশংসা এক প্রকার ধোঁয়াশা সৃষ্টি করে।
View this post on Instagram