‘চারুলতা দেখে ফোন করেছিলেন দিলীপ কুমার’, স্মৃতিচারণায় মাধবী মুখোপাধ্যায়

Bollywood actor Dilip kumar: দিলীপ কুমারের প্রচুর ছবি দেখেছি। অন্ধ ভক্ত আমি। খুবই খারাপ লাগছে শুনে।

‘চারুলতা দেখে ফোন করেছিলেন দিলীপ কুমার’, স্মৃতিচারণায় মাধবী মুখোপাধ্যায়
দিলীপ কুমার। ইনসেটে মাধবী মুখোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 11:25 AM

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। জুন মাসের শেষে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। দিলীপ কুমারের প্রয়াণ মানে একটা যুগের অবসান। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

সত্যি কথা বলতে দিলীপ কুমার যখন কাজ করছেন, আমরা তখন ছোট। আমরা তখন দর্শক। প্রপার নায়িকাও হইনি। কিন্তু যাই হোক উনি ‘চারুলতা’ দেখেছিলেন। আমাকে ফোন করেছিলেন। ‘চারুলতা’ সম্পর্কে উনি বলেছিলেন, রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ আর ‘চারুলতা’ নিয়ে আমার কিছু বক্তব্য আছে। কিন্তু আপনার অভিনয় সম্পর্কে আমার কোনও বক্তব্য নেই। আপনি অসাধারণ অভিনয় করেছেন। দেখা হয়নি তখন। কলকাতায় এসে গ্র্যান্ড হোটেলে ছিলেন সে সময়। কেন এসেছিলেন কলকাতায় সেটা এখন আর মনে নেই। অভিদা, মানে অভি ভট্টাচার্য আমার সঙ্গে ওঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপর উনি এই কথাগুলো বলেছিলেন।

দিলীপ কুমারের প্রচুর ছবি দেখেছি। অন্ধ ভক্ত আমি। খুবই খারাপ লাগছে শুনে। মানুষ তো এক সময় যাবেনই। শেষের বেশ কিছু বছর, মানে অনেক দিন উনি কাজ করছিলেন না। ওঁকে দেখা যাচ্ছিল না। এখন তো ছবিও আমরা কম দেখি। হাউজফুল যায়ই না। আগে বাংলা, হিন্দি, ইংরেজি সব ছবি দেখতাম। কোনও ছবি বাদ যেত না। এখন সেই চলটা অনেক উঠে গিয়েছে। টিভি আসার ফলেই হোক আর যে কোনও কারণ বশতই হোক। আগে হিন্দি বা বাংলা ছবির যে স্ট্যান্ডার্ড ছিল, এখন সেটাও নেই। সমবেত ভাবে যাওয়া, সব আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়া, সেটা আর দেখা যায় না। এখন হয় বন্ধুকে নিয়ে যেতে হয়, নয় স্বামীকে নিয়ে যেতে হয়। ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি বা বয়স্ক লোকেরা নয়। তারা আবার আলাদা দেখবে।

দিলীপ কুমার চলে গেলেন, খুবই কষ্ট পাচ্ছি। উনি অনেক দিনই অসুস্থ ছিলেন। উনি আর সায়রা বানু এসছিলেন, লাস্ট দেখেছিলাম কলকাতার কোনও একটা অনুষ্ঠানে, কী অনুষ্ঠান আজ আর মনে নেই।

আরও পড়ুন, Dilip Kumar: প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমার