Dilip Kumar: প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমার
মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে মৃত্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের। বয়স হয়েছিল ৯৮ বছর।
প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। জুন মাসের শেষে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল অভিনেতার। অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়েছিল তাঁকে। দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে জল জমেছিল। দেখা দিয়েছিল কিডনির সমস্যাও। উল্লেখ্য, গত ৬ জুন শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে। জানা যায়, সেই সময়ও অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল অভিনেতাকে। এরপর ১১ জুন হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু গত মাসেই দ্বিতীয়বারের জন্য ফের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৩০ জুন দ্বিতীয়বার হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। গত কয়েকমাস ধরেই শারীরিক সমস্যা বেড়েছিল বর্ষীয়ান অভিনেতার। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে।
জুন মাসের শেষেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে। আইসিইউ- তে রাখা হয়েছিল অভিনেতাকে। এর আগে ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ‘bilateral pleural effusion’। তা থেকে সুস্থ হওয়ার পর তাঁকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। উল্লেখ্য, ৬ জুন যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা, সেই সময়েই ফুসফুসে জল জমার সমস্যা দেখা দেয়। কিন্তু সুস্থ হয়ে ওঠায় তাঁকে বাড়ি পাঠান চিকিৎসকরা। তবে ফের ওই মাসেরই শেষের দিকে আবার শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। হাসপাতাল সূত্রে খবর, কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল বর্ষীয়ান অভিনেতার।
With a heavy heart and profound grief, I announce the passing away of our beloved Dilip Saab, few minutes ago.
We are from God and to Him we return. – Faisal Farooqui
— Dilip Kumar (@TheDilipKumar) July 7, 2021
গত বছর করোনায় দুই ভাইকেই হারিয়েছেন কিংবদন্তী এই অভিনেতা। আসলাম খান মারা গিয়েছেন ৮৮ বছরে এবং এহসান খান প্রয়াত হয়েছেন ৯০ বছরে। ২০২০ সালের মার্চ মাস থেকে অর্থাৎ প্রথম লকডাউনের সময় থেকেই স্ত্রী শায়রা বানুর সঙ্গে নিজেকে আইসোলেশনে রেখেছিলেন দিলীপ কুমার। চিকিৎসার প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে দেখা যায়নি তাঁকে।
প্রায় ছয় দশকের বলিউড কেরিয়ার দিলীপ কুমারের। তাঁকে ‘ট্র্যাজেডি কিং’ আখ্যা দেওয়া হত। গোটা কেরিয়ারে প্রায় ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। দেবদাস (১৯৫৫), মুঘল ই আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনে প্রেমী দর্শক। ১৯৯৮০এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়। ১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।
আরও পড়ুন- Mandira Bedi Raj Kaushal: মন্দিরা বেদীর স্বামী তথা পরিচালক রাজ কুশল প্রয়াত