Artificial Intelligence-কে এই সব কথা বললে নিজেই পস্তাবেন!
ChatGPT, Gemini: গল্পচ্ছলে আমরা এআই চ্যাটবটকে জানিয়ে ফেলি এমন কিছু তথ্য যা আসলে অন্য কাউকে বলার মতোই নয়। এর মধ্যে রয়েছে আমাদের মাসিক উপার্জন বা আমাদের কোনও ব্যক্তিগত বা বিশেষ মুহূর্তের ছবি।
অনেকেই গল্প করে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে। আর এই গল্পচ্ছলে আমরা এআই চ্যাটবটকে জানিয়ে ফেলি এমন কিছু তথ্য যা আসলে অন্য কাউকে বলার মতোই নয়। এর মধ্যে রয়েছে আমাদের মাসিক উপার্জন বা আমাদের কোনও ব্যক্তিগত বা বিশেষ মুহূর্তের ছবি। আর সেই তথ্য ওই এআই চ্যাটবটকে আমরা দিচ্ছি, তার অর্থ এই সব কিছুই দেখতে পাচ্ছে স্ক্রিনের ওপারে বসে থাকা মানুষজন। আর আমাদের এই অসতর্কতার ফলে, ফাঁস হয় গোপন অনেক কিছু, চুরি হয় পরিচয়, অপব্যবহার হয় আমাদের সংবেদনশীল তথ্যের। কিন্তু, চ্যাটবটকে কী কী বলবেন না, জানেন কি?
Published on: Dec 19, 2025 05:43 PM

