Bangladesh News: ছোড়া হল ইট-পাটকেল, ওদের নিশানায় ভারতীয় ডেপুটি হাইকমিশনও
কিন্তু তারপরও দেখা যাচ্ছে একের এক ভারত বিদ্বেষী মন্তব্য করেই চলেছে সেখানকার একাংশ নেতা। এমনকী, ভারতের হাইকমিশনেও ইট-পাথর ছোড়া হয়েছে। এই পরিস্থিতি কোন দিকে যায় সেই নজরই রাখছে দিল্লি। ইতিমধ্যেই বন্ধ ভিসা সেন্টার। পরিস্থিতি আরও বেগতিক হলে আরও কঠোর পদক্ষেপ করা হতেই পারে।
তপ্ত পরিস্থিতি বাংলাদেশের। ভারত-বিরোধী নেতা ওসমান হাদির মৃত্যুর পর ফের ফুঁসে উঠেছে পড়শি সেই দেশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকেই তপ্ত পরিস্থিতি সেখানে। জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রথম সারির সংবাদ-মাধ্যমের অফিস। এমনকী, একের পর এক ভারত বিরোধী মন্তব্য করছেন কট্টরপন্থীরা। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে কড়া নজর রাখছে ভারত। সূত্রের খবর ঢাকা, চট্টগ্রাম,খুলনা বিভিন্ন জায়গায় যেখানে ভারতীয় হাইকমিশনের অফিস রয়েছে, সেখানে যে সমস্ত ভারতীয় অফিসাররা রয়েছেন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দিকে নজর রাখছে নয়া দিল্লি। বস্তুত, যে সময় ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছিলেন সে দেশের এনসিপি নেতা, সেই সময়ই বাংলাদেশকে নয়া দিল্লি বুঝিয়ে দিয়েছিল কোনও রকম উস্কানিমূলক মন্তব্য বরদাস্ত করা হবে না। কিন্তু তারপরও দেখা যাচ্ছে একের এক ভারত বিদ্বেষী মন্তব্য করেই চলেছে সেখানকার একাংশ নেতা। এমনকী, ভারতের হাইকমিশনেও ইট-পাথর ছোড়া হয়েছে। এই পরিস্থিতি কোন দিকে যায় সেই নজরই রাখছে দিল্লি। ইতিমধ্যেই বন্ধ ভিসা সেন্টার। পরিস্থিতি আরও বেগতিক হলে আরও কঠোর পদক্ষেপ করা হতেই পারে।

