Kunal Ghosh: ‘ঘুগনি ইন্ডাস্ট্রিকে অসম্মান করবেন না’, নিন্দুকদের সাবধান করলেন কুণাল
এ দিকে, গতকালই চাকরি প্রার্থীদের চা বিলোতে দেখা গিয়েছেন। সিঙারা-মুড়ি বিক্রি করতে। এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য-সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, "এটা একজন অভিভাবকের মত পরামর্শ। উনি কর্ম সংস্থান করেছেন। আরও হচ্ছে।ঘুগনি ইন্ডাস্ট্রি কত বড় জানেন? এভাবে একটা সেক্টরকে অসম্মান করবেন না। সস্তা প্রচারের জন্য চাকরি প্রার্থীরা এসব করছেন। বিরোধী দলের হাতে তামাক খেয়ে এসব করলে কী করা যাবে।"
শিল্প নিয়ে সভা হয়েছে বুধবার। হাজার-হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে সেখানে। একদিন আগে ছিল ব্যবসায়িক সম্মেলন। নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন চা ঘুগনি বিক্রির। মমতা বলেছেন, “যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো। নয় বৌকে দিয়ে ঘুগনি তৈরি করো। বাসস্ট্যান্ডে দাঁড়াও।” এ দিকে, গতকালই চাকরি প্রার্থীদের চা বিলোতে দেখা গিয়েছেন। সিঙারা-মুড়ি বিক্রি করতে। এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য-সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “এটা একজন অভিভাবকের মত পরামর্শ। উনি কর্ম সংস্থান করেছেন। আরও হচ্ছে।ঘুগনি ইন্ডাস্ট্রি কত বড় জানেন? এভাবে একটা সেক্টরকে অসম্মান করবেন না। সস্তা প্রচারের জন্য চাকরি প্রার্থীরা এসব করছেন। বিরোধী দলের হাতে তামাক খেয়ে এসব করলে কী করা যাবে।”

