হাদির মৃত্যুতে জ্বলে উঠল গোটা বাংলাদেশ
Bangladesh Protest over Osman Hadi's Death: মহম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলেন। হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও তিনি ঘোষণা করেছেন। ওসমান হাদির পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান ইউনূস। ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি।
হাদির মৃত্যুর খবর মিলতেই যেন জ্বলে ওঠে বাংলাদেশ। ঢাকা সহ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো, দ্য ডেইলি স্টারের অফিসে। রোষ আবারও আছড়ে পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি, ৩২ নম্বর ধানমণ্ডিতে। সেখানেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা যখন শিকেয়, তখন রাত ১১টা ১৫ মিনিট নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলেন। হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও তিনি ঘোষণা করেছেন। ওসমান হাদির পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান ইউনূস। ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি।
