AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: 'একটু দেখুন....',বাংলাদেশ সরকারের কাছে আর্জি ইস্কনের সহ সভাপতির

Bangladesh: ‘একটু দেখুন….’,বাংলাদেশ সরকারের কাছে আর্জি ইস্কনের সহ সভাপতির

অবন্তিকা প্রামাণিক

|

Updated on: Dec 19, 2025 | 4:12 PM

Share

তিনি বলেন, "কাল রাতে যা দেখেছি আমার ঘুম আসেনি। মানুষকে জাস্ট অভিযুক্ত করে পিটিয়ে পিটিয়ে মারা। আর তারপর তাঁকে জ্যান্ত জ্বালানো...এটা দুঃখজনক। বাংলাদেশ সরকারের কাছে প্রার্থনা করব একটু দেখুন। কয়েকদিন আগে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল। মাঝে ঠিক হয়েছিল। এখন আবার তাঁরা ব্যাকফুটে।"  

পরিস্থিতি উত্তপ্ত। ভাঙচুর-অগ্নিসংযোজক কী হয়নি বাংলাদেশে? বলা ভাল, কী হচ্ছে না! অভিযোগ উঠছে ময়মনসিংহতে এক হিন্দু যুবককে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। কট্টরপন্থীদের তাণ্ডবে রীতিমতো তপ্ত সে দেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছে আর্জি কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারমণ দাসের। তিনি বলেন, “কাল রাতে যা দেখেছি আমার ঘুম আসেনি। মানুষকে জাস্ট অভিযুক্ত করে পিটিয়ে পিটিয়ে মারা। আর তারপর তাঁকে জ্যান্ত জ্বালানো…এটা দুঃখজনক। বাংলাদেশ সরকারের কাছে প্রার্থনা করব একটু দেখুন। কয়েকদিন আগে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল। মাঝে ঠিক হয়েছিল। এখন আবার তাঁরা ব্যাকফুটে।”

Published on: Dec 19, 2025 04:11 PM