AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ওসমান হাদির মৃত্যুর রোষও মুজিবরের উপরে?

Bangladesh: ওসমান হাদির মৃত্যুর রোষও মুজিবরের উপরে?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Dec 19, 2025 | 4:01 PM

Share

Bangladesh Protest: গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই ভাঙা হয় শেখ মুজিবরের মূর্তি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে। চলল ভাঙচুর। ভাঙার পরে এক্সক্যাভেটর ব্যবহার করতেও দেখা গিয়েছে। ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

হাদির মৃত্যুর রোষ আছড়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ছায়ানট সংস্কৃতি ভবনেও ভাঙচুর করে জনতা। আগুন লাগানোর চেষ্টা করে। যে বাংলাদেশের জন্য লড়েছিলেন, নিজের প্রাণ দিয়েছিলেন শেখ মুজিবর রহমান, যে কারণে তাঁকে বঙ্গবন্ধু বলা হয়, তাঁর সম্মান তো আগেই মাটিতে মিশিয়েছিল বাংলাদেশ। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই ভাঙা হয় শেখ মুজিবরের মূর্তি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে। চলল ভাঙচুর। ভাঙার পরে এক্সক্যাভেটর ব্যবহার করতেও দেখা গিয়েছে। ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একদল হামলাকারী ভবনে ঢুকে ভাঙচুর চালায়। এই ছায়ানট ভবন শিশুদের জন্য বিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক কাজের জন্য ব্যবহার করা হত। ভাঙচুরের পর ভবনের চার ও পাঁচ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়।