Election Commission: উল্টোপাল্টা তথ্য দিলেই পড়তে হবে বিপদ, শুনানিতে যদি কমিশন ভুল তথ্য পায় তাহলেই…
Kolkata: খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কি না এখনও নিশ্চিত নয় কমিশন। দেড় কোটির বেশি ভোটারের ক্ষেত্রে সন্দেহের অবকাশ রয়েছে।সূত্রের খবর, শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে না। ফর্মে দেওয়া তথ্যে অসঙ্গতি থাকলে কমিশন ডাকবে।
খসড়া তালিকা প্রকাশের পর আজ থেকেই শুরু হচ্ছে নোটিস পাঠানোর প্রক্রিয়া। এই নোটিসের সাত দিনের পর শুরু হবে শুনানি। ২০০২ এর ভোটার তালিকার সঙ্গে ডাক পড়বে নির্বাচন কমিশনের। এমন তিরিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর। খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কি না এখনও নিশ্চিত নয় কমিশন। দেড় কোটির বেশি ভোটারের ক্ষেত্রে সন্দেহের অবকাশ রয়েছে।সূত্রের খবর, শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে না। ফর্মে দেওয়া তথ্যে অসঙ্গতি থাকলে কমিশন ডাকবে।
Latest Videos
