AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iman Chakrobarty: 'যাঁরা শিল্প-ভাষা-সংস্কৃতির সম্মান করে না সে জাতির ধ্বংস তো অনির্বায', গর্জে উঠলেন ইমন

Iman Chakrobarty: ‘যাঁরা শিল্প-ভাষা-সংস্কৃতির সম্মান করে না সে জাতির ধ্বংস তো অনির্বায’, গর্জে উঠলেন ইমন

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Dec 19, 2025 | 3:33 PM

Share

গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই ভাঙা হয় শেখ মুজিবরের মূর্তি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে। এবার এই নিয়েই মুখ খুললেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি বলেন, "যাঁরা শিল্প-ভাষা-সংস্কৃতির সম্মান করে না সে জাতির ধ্বংস তো অনির্বায।"

হাদির মৃত্যুর রোষও আছড়ে পড়েছে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ছায়ানট সংস্কৃতি ভবনেও ভাঙচুর করে জনতা। আগুন লাগানোর চেষ্টা করে। যে বাংলাদেশের জন্য লড়েছিলেন, নিজের প্রাণ দিয়েছিলেন শেখ মুজিবর রহমান, যে কারণে তাঁকে বঙ্গবন্ধু বলা হয়, তাঁর সম্মান তো আগেই মাটিতে মিশিয়েছিল বাংলাদেশ। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই ভাঙা হয় শেখ মুজিবরের মূর্তি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে। এবার এই নিয়েই মুখ খুললেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি বলেন, “যাঁরা শিল্প-ভাষা-সংস্কৃতির সম্মান করে না সে জাতির ধ্বংস তো অনির্বায।”

Published on: Dec 19, 2025 03:33 PM