Bangladesh protest: নিজের দেশের সাংবাদিকদের ধরে-ধরে নিগ্রহ, চুলের মুঠি ধরে মার, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের ঢাকার শাহবাগ সহ একাধিক জায়গায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচি শুরু হয়। বিক্ষিপ্ত জনতা ভাঙচুর শুরু করে। একাধিকবার এই নেতা ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয় শোকদিবস পালন হবে বাংলাদেশে। রাষ্ট্রীয় শোক হিসাবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
পদ্মাপাড়ে আক্রান্ত একের পর এক সাংবাদিক। জানা যাচ্ছে, নিউ এজের সম্পাদক আক্রান্ত হয়েছেন বলে খবর মিলছে। নরুল কবীর নামে ওই সাংবাদিক আক্রান্ত হয়েছেন। তাঁর চুলের মুঠি ধরে টান। লাগাতার নিগ্রহ। তবে সে দেশের পুলিশ তাঁকে কোনওভাবে বাঁচিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ওসমান হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ । সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয় শুক্রবার। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের ঢাকার শাহবাগ সহ একাধিক জায়গায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচি শুরু হয়। বিক্ষিপ্ত জনতা ভাঙচুর শুরু করে। একাধিকবার এই নেতা ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয় শোকদিবস পালন হবে বাংলাদেশে। রাষ্ট্রীয় শোক হিসাবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ বিশেষ নামাজের আয়োজন হয়েছে। ওসমানের স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে ইউনূস সরকার।

