Suvendu Adhikari: নজরুল মঞ্চে মিথ্যাশ্রী পুরস্কার দেবে বিজেপি: শুভেন্দু
শুভেন্দু বললেন, "একুশ সালের পর থেকে তিন চার বছর ধরে লাগাতার মমতা নিজের দু'টি প্রোজেক্ট ছিল। একটি দেউচা পচামি অন্যটি তাজপুর বন্দর। এই প্রোজেক্টের সঙ্গে কর্মসংস্থানকে জুড়েছিলেন। বলেছিলেন লক্ষ-লক্ষ লোকের চাকরি হবে। বলেছিলেন ১ লক্ষ লোকের কর্মসংস্থান দেব।"
ছাব্বিশের ভোটের আগে ফের একবার তৃণমূলকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কর্মসংস্থান নিয়ে খোঁচা মারলেন তিনি। এবার শুভেন্দু বললেন, “একুশ সালের পর থেকে তিন চার বছর ধরে লাগাতার মমতা নিজের দু’টি প্রোজেক্ট ছিল। একটি দেউচা পচামি অন্যটি তাজপুর বন্দর। এই প্রোজেক্টের সঙ্গে কর্মসংস্থানকে জুড়েছিলেন। বলেছিলেন লক্ষ-লক্ষ লোকের চাকরি হবে। বলেছিলেন ১ লক্ষ লোকের কর্মসংস্থান দেব।”

