AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের জ্বলছে বাংলাদেশ, আশঙ্কার কথা শোনালেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

ফের জ্বলছে বাংলাদেশ, আশঙ্কার কথা শোনালেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

Ananta Chattopadhyay

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Dec 19, 2025 | 6:41 PM

Share

কোটা সংস্কার আন্দোলনের পর প্রায় দেড় বছর কেটে গিয়েছে। ফের জ্বলছে বাংলাদেশ।  জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে খুনের পর ফের উত্তপ্ত পদ্মাপারের দেশ। সেদেশে এক সংখ্যালঘুকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সেদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশে ধৃত চিন্ময় প্রভুর আইনজীবী তিনি। বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, "আমরা থাকতে পারছি না। আমরা মানে জনগণ। সংবাদপত্রের উপর হামলা হচ্ছে। পুড়িয়ে মারা হচ্ছে। যারা এসব করছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার।" ভোট যাতে না হয়, তার জন্যই এগুলো করা হচ্ছে বলে তাঁর ধারণা।

কোটা সংস্কার আন্দোলনের পর প্রায় দেড় বছর কেটে গিয়েছে। ফের জ্বলছে বাংলাদেশ।  জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে খুনের পর ফের উত্তপ্ত পদ্মাপারের দেশ। সেদেশে এক সংখ্যালঘুকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সেদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশে ধৃত চিন্ময় প্রভুর আইনজীবী তিনি। বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, “আমরা থাকতে পারছি না। আমরা মানে জনগণ। সংবাদপত্রের উপর হামলা হচ্ছে। পুড়িয়ে মারা হচ্ছে। যারা এসব করছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার।” ভোট যাতে না হয়, তার জন্যই এগুলো করা হচ্ছে বলে তাঁর ধারণা।