ভয় করো-না: ‘দেব’ আসল ‘আনন্দ’ তো বাড়িতে রয়েছে—করোনা সচেতনতায় মুম্বই পুলিশ

গোবিন্দার ছবিতে লেখা, ‘বাড়িতে থাকুন এবং গোবিন্দা (go win the) হার্টস’। ছোটে নবাব এবং তাঁর স্ত্রী মানে সইফ-করিনার ছবিতে লেখা—আগর তুম মাস্ক নীচে ‘করিনা’ তো বহত আন-‘সেফ’ সিচুয়েশেন হো সকতি হ্যায়।

ভয় করো-না: ‘দেব’ আসল ‘আনন্দ’ তো বাড়িতে রয়েছে—করোনা সচেতনতায় মুম্বই পুলিশ
মাধুরী-দেব
Follow Us:
| Updated on: May 23, 2021 | 11:55 AM

করোনার কঠিন এবং এক শোকের আবহের মধ্যে চলেছি আমরা। তবে এত খারাপের মধ্যেও মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেলটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাবার। তাদের মজাদার-বুদ্ধিদীপ্ত টুইট নেটিজেনের রিটুইট থেকে রিঅ্যাকশন চলছে অনবরত। টুইটার হ্যান্ডেলটি প্রায়ই ভারতের পপ সংস্কৃতি বা বলিউডকে উল্লেখ করে সৃজনশীল উপায়ে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পোস্ট করে। বুদ্ধিদীপ্ত পোস্টে সেলিব্রিটিদের লাইকও কম থাকে না। কিছুদিন আগে অভিনেতা অভিষেক বচ্চন এবং তাঁর অভিনীত ছবি নিয়ে বেশ মজাদার এক পোস্ট শেয়ার করে মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেল।

আরও পড়ুন স্বাধীনতা দিবসের দিন নিজের সঙ্গেই ‘যুদ্ধে’ জড়াবেন অক্ষয় কুমার?

এবার টুইটার পেজটি বলি তারকাদের নাম নিয়ে এক মজাদার পোস্ট করে নেটিজেনের নজর কেড়েছে। দেব আনন্দ, মাধুরী দীক্ষিত, গোবিন্দা, করিনা এবং সইফদের নিয়ে করা পোস্টে ছিল বুদ্ধি এবং মজার মিশেল। প্রথম ছবিতে দেখা গিয়েছে দেব আনন্দকে, অভিনেতার ছবিতে লেখা, ‘দেব’ আসল ‘আনন্দ’ তো বাড়িতে রয়েছে। ডান্সিং কুইনের ছবিতে লেখা,’মা—ধুরী (দূরী) রাখাটাই বুদ্ধিমানের কাজ’

গোবিন্দার ছবিতে লেখা, ‘বাড়িতে থাকুন এবং গোবিন্দা (go win the) হার্টস’। ছোটে নবাব এবং তাঁর স্ত্রী মানে সইফ-করিনার ছবিতে লেখা—আগর তুম মাস্ক নীচে ‘করিনা’ তো বহত আন-‘সেফ’ সিচুয়েশেন হো সকতি হ্যায়।

কিছুদিন আগে এমনভাবে মুম্বই পুলিশ অভিষেক বচ্চনের একটি ছবি শেয়ার করে, তাতে লেখা ’অভি’ ফিস্ট বাম্প, ‘শেখ’ হ্যান্ডস হোয়েন ইট্স সেফার প্লিজ!” অর্থাৎ এখন হাত মুঠো, করমর্দন তখনই হোক যখন অবস্থা নিরাপদ হবে, প্লিজ। পোস্টের ক্যাপশন ছিল আরও মজাদার, ‘গুরু’ মুম্বই কিংবা দিল্লি-৬ ফিট দূরত্ব বজায় রাখুন। দূরত্ববিধিকে ‘কভি অলভিদা না কেহনা’।

জুনিয়র বচ্চনের চোখ এড়ায়নি মুম্বই পুলিশের এ হেন টুইট। অভিষেক যাকে দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন টুইট দেখে। তিনি রিটুইট করে লেখেন, “মুম্বই পুলিশ এর থেকে বেশি সহমত আর হতে পারলাম না। বাড়িতে থাকুন, পরিবারের সঙ্গে ‘ধুম’ মাচাও। ‘লুডো’ খেলো। নিরাপদ থাকুন।”