AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বাধীনতা দিবসের দিন নিজের সঙ্গেই ‘যুদ্ধে’ জড়াবেন অক্ষয় কুমার?

সম্প্রতি সলমন খানের 'রাধে' মুক্তির পর বিগবাজেট ছবিগুলির উপর চাপ বেড়েছে। রাধে মুক্তি পেয়েছিল ওটিটিতে। কিন্তু সিনেমাটির চূড়ান্ত নেগেটিভ রিভিউয়ের কারণে নাকি রোহিত শেট্টি পরিচালিত অক্ষয়-ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’রও দর কমতে শুরু করেছে বলে খবর।

স্বাধীনতা দিবসের দিন নিজের সঙ্গেই 'যুদ্ধে' জড়াবেন অক্ষয় কুমার?
অভিনেতা অক্ষয় কুমার।
| Updated on: May 23, 2021 | 10:36 AM
Share

অক্ষয় কুমার। বলিপাড়ার প্রথম সারির হিরো। হাতে রয়েছে একগুচ্ছ ছবি। সূত্রের খবর, ছবির ভিড়ে নাকি নিজের সঙ্গে নিজেই যুদ্ধে জড়াতে চলেছেন তিনি, তাও স্বাধীনতা দিবসের দিন। ঠিক কী হয়েছে?

গুঞ্জন বলছে, অক্ষয়ের দুই বিগবাজেট ছবি ‘সূর্যবংশী’ এবং ‘বেল বটম’ নাকি মুক্তি পেতে চলেছে স্বাধীনতা দিবসের দিনেই। আর অক্ষয়? তিনি কী বলছেন? সম্প্রতি এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা। দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি লিখেছেন, “বেল বটম এবং সূর্যবংশী নিয়ে আপনাদের উওত্তেজনা আম্য মুগ্ধ করেছে। সবাইকে মন থেকে ধন্যবাদ। তবে স্বাধীনতা দিবসেই ওই দুই ছবি মুক্তি পাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুটি ছবির প্রযোজকই বর্তমানে মুক্তির দিন নিয়ে আলোচনায় ব্যস্ত। সিদ্ধান্তে পৌঁছলে তা অবশ্যই আপনাদের জানাব।”

সম্প্রতি সলমন খানের ‘রাধে’ মুক্তির পর বিগবাজেট ছবিগুলির উপর চাপ বেড়েছে। রাধে মুক্তি পেয়েছিল ওটিটিতে। কিন্তু সিনেমাটির চূড়ান্ত নেগেটিভ রিভিউয়ের কারণে নাকি রোহিত শেট্টি পরিচালিত অক্ষয়-ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’রও দর কমতে শুরু করেছে বলে খবর। ঠিক ছিল ৩০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। প্রযোজনা সংস্থা ওটিটি রিলিজের দিকে ঝুঁকলেও পরিচালক থিয়েটার রিলিজেরই পক্ষে। যদিও প্যান্ডেমিকের কারণে তা পিছিয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা যদি ওটিটিতেই মুক্তি পায় তবে সেক্ষেত্রে রাধের পর ওটিটি মালিকেরাও পূর্ব নির্ধারিত মূল্যে ছবিতি কিনবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েই যাচ্ছে।

আরও পড়ুন –‘রাধে’র ব্যর্থতার খেসারত দিতে হতে পারে ক্যাটরিনা-অক্ষয়কে!

 

 

একই কথা প্রযোজ্য বেল বটমের ক্ষেত্রেও। ছবিটিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন লারা দত্ত, বাণী কাপুরসহ অনেকেই। অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাণীকে। এই ছবির মুক্তির কথা ছিল এ মাসে। যদিও করোনা কালে তা পিছিয়েছে।