লোকসভায় ধ্বনিভোটে পাশ জিরামজি বিল, প্রতিবাদে তৃণমূল
Mamata Banerjee: রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে একশোদিনের কাজ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা একেবারে কোর্ট পর্যন্ত গড়িয়েছে, ভোটের আগে সেই ইস্যুতেই একেবারে মাস্টারস্ট্রোক দিতে চাইলেন মমতা। সঙ্গে ফের একবার তাঁর মুখে শোনা গেল নেতাজি, রবীন্দ্রনাথের কথা। ফের একবার শান দিলেন বাঙালি অস্মিতায়।
কলকাতা: ‘গান্ধী’ সরে ‘জিরামজি’। মনরেগা প্রকল্প থেকে সরে যাচ্ছে মহাত্মা গান্ধীর নাম। বিলও এনে ফেলেছে কেন্দ্র সরকার। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার কেন্দ্রের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী করে কেউ জাতির জনকের নাম ভুলে যেতে পারে? ধনধান্য় স্টেডিয়ামে বিজেনেস কনক্লেভের মঞ্চ থেকে এই প্রশ্নই তুললেন মমতা। তবে এর আগে বিমুদ্রাকরণ হোক বা সদ্য এসআইআর, বিরোধী মঞ্চ থেকে বারবারই সবার আগে সুর চড়াতে দেখা গিয়েছে মমতাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে একশোদিনের কাজ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা একেবারে কোর্ট পর্যন্ত গড়িয়েছে, ভোটের আগে সেই ইস্যুতেই একেবারে মাস্টারস্ট্রোক দিতে চাইলেন মমতা। সঙ্গে ফের একবার তাঁর মুখে শোনা গেল নেতাজি, রবীন্দ্রনাথের কথা। ফের একবার শান দিলেন বাঙালি অস্মিতায়।

