Kunal Ghosh: ‘কত বড় কর্মসংস্থান জানেন? ওত বড় ইন্ডাস্ট্রিতে কত লোক কাজ করেন?’, চপ-শিল্পের ডিটেইলস দিলেন কুণাল
Kunal Ghosh: পথে নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। তাঁদের কারও হাতে চপ-মুড়ির ঠোঙা, কারও হাতে চায়ের কেটলি। সে প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "উচ্চ মেধার যাঁরা রয়েছেন, যাঁরা পরীক্ষা দিয়ে সরকারি কিংবা বেসরকারি চাকরি পাবেন, তাঁরা একশোবার পাবেন। কিন্তু তার বাইরেও যদি কেউ থাকেন, যদি কারোর হাতে সময় থাকে, যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন, এটাকে তৈরি করতে হবে, অসুবিধা কোথায়? সেই ইন্ডাস্ট্রিতে কতগুলো লোক খেয়াল করেছেন?
কলকাতা: বুধবার ব্যবসায়ীদের সম্মেলনে চা এবং ঘুগনি বিক্রির নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর দিনই পথে নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। তাঁদের কারও হাতে চপ-মুড়ির ঠোঙা, কারও হাতে চায়ের কেটলি। সে প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “উচ্চ মেধার যাঁরা রয়েছেন, যাঁরা পরীক্ষা দিয়ে সরকারি কিংবা বেসরকারি চাকরি পাবেন, তাঁরা একশোবার পাবেন। কিন্তু তার বাইরেও যদি কেউ থাকেন, যদি কারোর হাতে সময় থাকে, যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন, এটাকে তৈরি করতে হবে, অসুবিধা কোথায়? সেই ইন্ডাস্ট্রিতে কতগুলো লোক খেয়াল করেছেন? কত বড় কর্মসংস্থানের জায়গা খেয়াল করেছেন? সেটাকে লঘু করে, এক শ্রেণির মানুষকে অপমান করা হচ্ছে।” তাঁর বক্তব্য, “বাম-রাম-কংগ্রেস মামলা করে অকারণ জটিলতা তৈরি করছে।”

