AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'বলেছিলেন আমার সঙ্গে খেলতে এসো না...', আলুর চপ হাতে চাকরিপ্রার্থী

‘বলেছিলেন আমার সঙ্গে খেলতে এসো না…’, আলুর চপ হাতে চাকরিপ্রার্থী

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Dec 18, 2025 | 11:58 PM

Share

পথে নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। তাঁদের কারও হাতে চপ-মুড়ির ঠোঙা, কারও হাতে চায়ের কেটলি। এই পরিস্থিতিতে হাতে আলুর চপ নিয়ে পথে নামলেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার শহরে চাকরিপ্রার্থীদের দু’টি মিছিল হয়েছে।

কলকাতা: বুধবার ব্যবসায়ীদের সম্মেলনে চা এবং ঘুগনি বিক্রির নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর দিনই পথে নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। তাঁদের কারও হাতে চপ-মুড়ির ঠোঙা, কারও হাতে চায়ের কেটলি। এই পরিস্থিতিতে হাতে আলুর চপ নিয়ে পথে নামলেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার শহরে চাকরিপ্রার্থীদের দু’টি মিছিল হয়েছে। প্রথমটি সল্টলেকে বিকাশ ভবনের সামনে দৃষ্টিহীন ও প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের মিছিল। কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা বঞ্চনার অভিযোগ তুলেছেন তাঁরা।