এনুমারেশন ফর্ম ঠিক ফিলাপ করেও নাম নেই, এই দম্পতি কী করেছেন?
Coohbehar: এক মেয়ের বিয়ের পর থেকে বাড়িতে স্বামী অশ্বিনী অধিকারী স্ত্রী শিবানী অধিকারী দুজনের সংসার। দিনমজুরি করে দিন গুজরান হয়। তবে বুধবার নির্বাচন কমিশন এস আই আর এর ভোটার খসড়া তালিকা প্রকাশ করার পর ঘুম উড়ে গেছে দম্পত্তির। এই তালিকা বলছে দুজন মৃত। অথচ তাঁরা জীবিত।
কোচবিহার: বাড়ির উঠোনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, বাড়ির দৈনন্দিন কাজও করছেন প্রতিদিনের মতো। কিন্তু নির্বাচন কমিশনের খসড়া তালিকা বলছে তাঁরা নাকি মৃত! আজবকাণ্ড কোচবিহারে। কোচবিহারের দক্ষিন বিধানসভার ৫৪ নম্বর বুথে এমনই অভিযোগ উঠেছে। এক মেয়ের বিয়ের পর থেকে বাড়িতে স্বামী অশ্বিনী অধিকারী স্ত্রী শিবানী অধিকারী দুজনের সংসার। দিনমজুরি করে দিন গুজরান হয়। তবে বুধবার নির্বাচন কমিশন এস আই আর এর ভোটার খসড়া তালিকা প্রকাশ করার পর ঘুম উড়ে গেছে দম্পত্তির। এই তালিকা বলছে দুজন মৃত। অথচ তাঁরা জীবিত।

