AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: শতদ্রুর রিষড়ার বাড়িতে বিধাননগর পুলিশ, হুগলিতে ‘আমাদের পাড়া’-র কাজ নিয়ে ক্ষোভ

| Updated on: Dec 19, 2025 | 12:11 PM
Share

Breaking News in Bengali Live Updates: শুক্রবার সকালেই যুবভারতী কাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে আজ পৌঁছে যায় বিধাননগর পুলিশ। আবার হুগলিতে 'আমাদের পাড়া, আমাদের সমাধান'-র কাজ নিয়ে বিক্ষোভ দেখা গিয়েছে। সারাদিনের খবরের লাইভ আপডেট দেখে নিন...  

West Bengal News Today Live: শতদ্রুর রিষড়ার বাড়িতে বিধাননগর পুলিশ, হুগলিতে 'আমাদের পাড়া'-র কাজ নিয়ে ক্ষোভ
জেনে নিন রাজ্যের কোথায় কী হচ্ছে আজImage Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 19 Dec 2025 11:24 AM (IST)

    হাতের ঠেলাতেই ভেঙে পড়ল কংক্রিটের পিলার, ‘আমাদের পাড়া’-র কাজ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা

    West Bengal Live News Hooghly

    ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-র কাজ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। সাতসকালেই কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটে। অভিযোগ, গোঘাট ১ ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘারবার্ড প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্কুলের শৌচালয়। হাতের ঠেলাতেই ভেঙে পড়ল কংক্রিটের পিলার। এমনকি হাত দিতেই উঠে যাচ্ছে কংক্রিটের ঢালাই সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়ে। এইভাবে কাজ হলে যেকোনও সময় দেওয়াল চাপা পড়তে পারে। সঠিকভাবে কাজ না হওয়ায় গ্রামবাসীরা সকালেই এলাকায় গিয়ে কাজ বন্ধ করে দেন। ঘটনার খবর পেয়ে পরিদর্শনে যান ভাদুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। নির্মাণ সামগ্রী ঠিকঠাক দেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেন।

  • 19 Dec 2025 11:19 AM (IST)

    কাটল না চিংড়িঘাটা মেট্রোর জট, নতুন নির্দেশ হাইকোর্টের

    কাটল না চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে জট। আদালতের নির্দেশে দ্বিতীয় বৈঠকের পরও মিলল না রফাসূত্র। কলকাতা হাইকোর্টেরনির্দেশে গত ১৭ ডিসেম্বর হয় বৈঠক। এদিন হাইকোর্টে আরভিএনএলের আইনজীবী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনও এক সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের আইনজীবী সওয়াল করেন, দশকের পর দশক ধরে কাজ চলছে। ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে RVNL-এর অসুবিধা কোথায় ? এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, জানুয়ারি মাসে ট্র্যাফিক নিয়ন্ত্রণ সম্ভব কি না আগামী সোমবার জানাক রাজ্য। সোমবার পরবর্তী শুনানি।

    বিস্তারিত: ফেব্রুয়ারিতে চিংড়িঘাটায় মেট্রোর কাজ চায় রাজ্য, শুনে হাইকোর্ট বলল…

  • 19 Dec 2025 11:15 AM (IST)

    যুবভারতীকাণ্ডে পুলিশের জালে আরও ৩

    • গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হল।
    • লেকটাউন থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
    • খড়দহ থেকে একজনকে গ্রেফতার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।
    • সবমিলিয়ে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হল।
  • 19 Dec 2025 11:11 AM (IST)

    সাতসকালে শতদ্রুর রিষড়ার বাড়িতে বিধাননগর পুলিশ, কেন?

    West Bengal Live News Satadru Dutta

    যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে শুক্রবার সকালে পৌঁছে যায় বিধাননগর পুলিশ। দক্ষিণ বিধাননগর থানার পুলিশের একটি দল রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে আসে। মহিলা পুলিশকর্মী-সহ পাঁচজন আধিকারিক রিষড়া থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর বাড়িতে ঢোকেন।তিনতলা বাড়িতে সুইমিং পুল, ফুটবল মাঠ আছে।

    গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে তাণ্ডব, ভাঙচুরের পর শতদ্রুকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ, আয়োজক সংস্থা হিসাবে যুবভারতীতে বিশৃঙ্খলার দায় তাঁর। শতদ্রুকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিন প্রথমে বিধাননগর পুলিশের দলটি রিষড়া থানায় আসে। সেখান থেকে বাঙুর পার্কে যায়।শতদ্রুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া কেউ নেই। তাঁর সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালান তদন্তকারীরা। তবে কোনও কিছু সিজ করেননি বলে সূত্রের খবর। বাড়ি থেকে বেরনোর সময় এক পুলিশ আধিকারিক বলেন, “তদন্ত চলছে। এখন কিছু বলা যাবে না।”

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক তরজা তত বাড়ছে। প্রতিদিন রাজনীতিকরা পরস্পরকে আক্রমণ করছেন। কোথায় কে কাকে কী বললেন, সেই খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে টিভি৯ বাংলা। লাইভ আপডেটে রাজ্য রাজনীতির নানা খবরের লাইভ আপডেট পাবেন। রাজনীতির খবর ছাড়াও প্রতিদিন নানা ঘটনা ঘটছে রাজ্যে। সেইসবও তুলে ধরা হয় লাইভ আপডেটে। শুক্রবার সকালেই যুবভারতী কাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে আজ পৌঁছে যায় বিধাননগর পুলিশ। আবার হুগলিতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-র কাজ নিয়ে বিক্ষোভ দেখা গিয়েছে। সারাদিনের খবরের লাইভ আপডেট দেখে নিন…

Published On - Dec 19,2025 10:53 AM