নীনা-ভিভের সন্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীনার বর্তমান স্বামী বিবেক

তাঁর কথায়, বিয়ের পিঁড়িতে বসার আগে বেশ কয়েক বছর তিনি এবং নীনা, দু'জন দু'জনকে বোঝার জন্য সময় নিয়েছিলেন। প্রথমদিকে মাসাবার মাকে নিয়ে চিন্তায় ছিল।

নীনা-ভিভের সন্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীনার বর্তমান স্বামী বিবেক
মাসাবা-নীনা
Follow Us:
| Updated on: May 28, 2021 | 5:14 PM

কিংবদন্তী ক্রিকেটার সঙ্গে নীনার প্রেম পরিণতি পায়নি। তবে ওই সম্পর্কে থেকেই মেয়ে মাসাবাকে পীয়ছিলেন নীনা গুপ্ত। মাসাবা যখন টিনেজার তখন আবারও নতুন করে জীবন সাজিয়ে নিতে বিবেক মেহরাকে বিয়ে করেছিলেন নীনা। সাল ২০০৮। মায়ের বিয়ে, মা-মেয়ের সংসারে আরও এক নতুন অতিথির আগমনকে কি খুব সহজ ভাবে মেনে নিতে পেরেছিলেন মাসাবা গুপ্তা? মুখ খুললেন বিবেক।

তাঁর কথায়, বিয়ের পিঁড়িতে বসার আগে বেশ কয়েক বছর তিনি এবং নীনা, দু’জন দু’জনকে বোঝার জন্য সময় নিয়েছিলেন। প্রথমদিকে মাসাবার মাকে নিয়ে চিন্তায় ছিল। কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। আর এই মুহূর্তে নীনার থেকেও মাসাবার সঙ্গে নাকি বেশি ভাল সম্পর্ক তাঁর, এমনটাই জানিয়েছেন বিবেক নিজে। তাঁর কথায়, “নীনা আমার কথা শোনে না। কিন্তু মাসাবা ইজ এক্সিলেন্ট। ওঁর কাজ নিয়েও ও আলোচনা করে আমার সঙ্গে। আমায় বিশ্বাস করে। আমিও করি।”

View this post on Instagram

A post shared by Neena Gupta (@neena_gupta)

সম্প্রতি নিজের জীবনের অজানা গল্প দুই মলাটে বন্দি করে প্রকাশিত হয়েছে নার আত্মজীবনী ‘সচ কহু তো’। সেই বইয়েরই একটা অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন কয়েক আগে মাসাবা লেখেন, “আমার জন্মের আগে মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’হাজার টাকা ছিল। আমার জন্মের ঠিক আগে ট্যাক্স রিইমবার্সমেন্ট হয়ে হঠাৎই নয় হাজার টাকা এসেছিল। সব মিলিয়ে ১২ হাজার টাকা ছিল মায়ের সম্বল। আমি সি-সেকশন বেবি। সি-সেকশনের খরচ কীভাবে দেবে, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল মা। মায়ের আত্মজীবনী পড়ে এমন আরও কত স্ট্রাগলের কথা জানতে পেরেছি। প্রতিটা দিন আমি পরিশ্রম করি, যাতে আমাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য এখন মাকে কিছু ফিরিয়ে দিতে পারি।’”

আরও পড়ুন চড় খেলেন রুদ্রনীল! অভিযোগ অস্বীকার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট বাবলু সিংয়ের

পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনা সংস্থার তরফে প্রকাশিত হতে চলেছে বইটি। প্রকাশনা সংস্থার তরফে সংবাদ মাধ্যমে জানানো হয়, নীনা তাঁর প্রেগন্যান্সি, একা মায়ের জার্নি, ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রীর বলিউডের সফল সেকেন্ড ইনিংসের কথা এই বইতে লিখেছেন।