উচ্চতায় ভয়, শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নুসরত!

খবর পেয়ে হাসপাতালে আসেন নুসরতের বাবা-মা। নুসরতকে কিছু ওষুধ দিয়েছেন চিকিৎসক। ৭দিন বিশ্রাম নিতে বলেছেন।

উচ্চতায় ভয়, শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নুসরত!
নুসরত বারুচা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 5:56 PM

খুবই ব্যস্ততার মধ্যে কাটছে নুসরত বারুচার জীবন। কিছুদিন আগে শেষ করেছেন ‘ছোরি’ ছবির শুটিং। তারপরই মুম্বইয়ে শুরু করেছেন লাভ রঞ্জনের পরবর্তী ছবির কাজ। সেই শুটিং চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী। 

কী এমন ঘটল, যে শুটিং থেকে তাঁকে সরাসরি ভর্তি হতে হল হাসপাতালে? উত্তর, ভার্টিগোর সমস্যা আছে নুসরতের। যে কোনও ধরনের উচ্চতায় ভয় পান তিনি। শুটিং চলাকালীনই ভার্টিগো অ্যাটাক হয় তাঁর। তড়িঘড়ি ভর্তি করতে হয় হিন্দুজা হাসপাতালে। 

লাভ রঞ্জনের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নুসরত। ছবির নাম এখনও ঠিক হয়নি। সেটে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, ‘পেয়ার কা পাঞ্চনামা’ খ্যাত অভিনেত্রী বিগত কয়েকদিন অসুস্থই ছিলেন। সেই অসুস্থতাই বাড়াবাড়ি আকার ধারণ করে সেটে। সময় নষ্ট না করে তাঁকে নিয়ে যেতে হয় হাসপাতালে। 

নুসরতের বাড়ি থেকে শুটিং সেটের দূরত্ব অনেকটা। ফলে সেটের কাছাকাছি একটি হোটেলে থাকছিলেন অভিনেত্রী। সেটে যাতায়াতে যাতে সময় নষ্ট না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। তার উপর শরীরের অবস্থাও তাঁর ভাল যাচ্ছিল না। একদিন শুটিং না করে তাঁকে চলে আসতে হয়েছিল। তখনই ডাক্তারের কাছে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু নুসরতের মনে হয়েছিল, ১-২দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যাবেন। তাই শুটিংয়ে ফিরেছিলেন। কিন্তু তিনি শুটিংয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপ কমে যায় ৬৫/৫৫। 

খবর পেয়ে হাসপাতালে আসেন নুসরতের বাবা-মা। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন অভিনেত্রী। তাঁকে কিছু ওষুধ দিয়েছেন চিকিৎসক। ৭দিন বিশ্রাম নিতে বলেছেন। টানা ২৪দিন শুটিং করেছেন নুসরত। চিকিৎসকদের বক্তব্য, অতিরিক্ত স্ট্রেসের কারণে এমনটা হয়েছে তাঁর। নুসরত না ফেরা পর্যন্ত ছবির শুটিং বন্ধই থাকবে।

আরও পড়ুন: কীসের হ্যাঙ্গওভার কাটিয়ে উঠতে পারছেন না কাজল আগরওয়াল!

Radindranath Tagore: সিনেমাতেও রবি-গল্প! এমনই ৬ সিনেমার তালিকা দেখুন