AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: মন্নতের কার পার্টিং স্পেসে ছোট্ট আরিয়ানকে দৌড় করাচ্ছেন শাহরুখ, ভাইরাল ভিডিয়ো

Aryan Khan: পুত্রের সঙ্গে দৌড়তে-দৌড়তে ঘর্মাক্ত হয়ে যান শাহরুখও। তারপর দেখা যায় লিফ্টে করে উপরে যাচ্ছেন বাবা-ছেলে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ভালবাসার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের একবার প্রমাণিত, কিং খান আসলে 'ফ্যামিলি ম্যান'। হাজার ব্যস্ততার মাঝে তিনি পরিবারকে সময় দিতে একেবারেই ভোলেন না।

Shahrukh Khan: মন্নতের কার পার্টিং স্পেসে ছোট্ট আরিয়ানকে দৌড় করাচ্ছেন শাহরুখ, ভাইরাল ভিডিয়ো
পরিবারের সঙ্গে শাহরুখ।
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 12:21 PM
Share

সম্প্রতি একটি ভিডিয়ো ভীষণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে এক অন্য অবতারে দেখা গিয়েছে শাহরুখ খানকে। লাল রংয়ের শর্ট, কালো প্যান্টে শাহরুখ রয়েছেন তাঁর পুত্র আরিয়ান খানের সঙ্গে। মাদককাণ্ডে জড়িত আরিয়ান খান নন। অনেক ছোট্ট বয়সের আরিয়ান, যাঁকে মন্নতের কার পার্কিং স্পেসে দৌড়ানো অনুশীলন করাচ্ছিলেন শাহরুখ। হাজার কাজের মাঝে পুত্রকে সময় দিচ্ছিলেন তিনি। তাঁকে মতামত দিচ্ছিলেন কীভাবে স্পিড বাড়ান যায়।

পুত্র আরিয়ানকে মন্নতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে দৌড় করাচ্ছিলেন শাহরুখ। নিজেও দৌড়চ্ছিলেন তাঁর সঙ্গে। সে যাতে দৌড়াতে-দৌড়াতে একবারও না থামে, সেই দিকেও নজর ছিল শাহরুখের। এমন শাহরুখকে দেখে অনেকেরই তাঁকে ‘চক দে ইন্ডিয়া’ ছবির কবীর খানের মতো মনে হতে পারে। যে কবীর খান মহিলা হকি দলের কোচ। যার প্রয়াসে মহিলা হকি বিশ্বকাপ জেতে ভারত।

পুত্রের সঙ্গে দৌড়তে-দৌড়তে ঘর্মাক্ত হয়ে যান শাহরুখও। তারপর দেখা যায় লিফ্টে করে উপরে যাচ্ছেন বাবা-ছেলে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ভালবাসার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের একবার প্রমাণিত, কিং খান আসলে ‘ফ্যামিলি ম্যান’। হাজার ব্যস্ততার মাঝে তিনি পরিবারকে সময় দিতে একেবারেই ভোলেন না।

২ নভেম্বর ছিল শাহরুখের জন্মদিন। এদিন মন্নতে ধুমধাম করে পালিত হয় শাহরুখের জন্মদিন। বিরাট পার্টি হয়। গোটা ইন্ডাস্ট্রি হাজির সেখানে। সেইসঙ্গে শাহরুখের ‘জওয়ান’ ছবির সাকসেস পার্টিও ছিল সেদিন। সেই দিনই মুক্তি পায় রাজকুমার হিরানী পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ ছবির টিজ়ার।

শাহরুখের কন্যা সুহানা খান জ়োয়া আখতারের ‘দ্য়া আর্চিজ়’ ছবিতে ডেবিউ করছেন ভেরোনিকার চরিত্রে। ছবিটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। অন্যদিকে আরিয়ান শাহরুখের প্রযোজনা সংস্থার রেড চিলিজ়ের হয়ে একটি ওয়েব সিরিজ় পরিচালনা করবেন। সেটি তাঁর কেরিয়ারের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ় হতে চলেছে। সুহানার মতো অভিনেতা কোনওদিনই হতে চাননি আরিয়ান। মাদককাণ্ডে জড়িত হওয়ার পর, জেলে থাকার পর, কেরিয়ারের দিকে ফোকাস রেখেছেন এই তারকা সন্তান। ছোটবেলার মতো সারাক্ষণই পাশে পাচ্ছেন বাবা শাহরুখকে।