Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: বাবা ছিলেন বহুমুখী প্রতিভা! শাহরুখের ‘মুফাসা’ আসলে কে ছিলেন জানেন?

Shahrukh Khan: বাবার ছায়া হয় ছেলে। শাহরুখের বাবা ছিলেন তাঁর চেয়েও বেশি আকর্ষণীয়।

Shahrukh Khan: বাবা ছিলেন বহুমুখী প্রতিভা! শাহরুখের 'মুফাসা' আসলে কে ছিলেন জানেন?
শাহরুখ এবং তাঁর বাবা মীর।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 12:43 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের এ বছরের দ্বিতীয় ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’। সেই ছবিতে বাবা-ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ খান । ভারতীয় সেনা বিক্রম রাঠোর হল সেই বাবা এবং তার পুত্র আজ়াদ। ছবিতে বাবা-ছেলে সংলাপ, ‘বেটে কো হাত লাগানে হ্যায়, তো পহেলে বাপ সে আকে বাত কর’ আলোড়ন সৃষ্টি করেছে। অর্থাৎ, ছেলের গায়ে হাত দিতে যাওয়ার আগে বাবার সঙ্গে কথা বলো। উল্লেখ্য ২০২১ সালে মাদককাণ্ডে জড়িয়ে পড়েছিলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। কম হয়রানি হয়নি তাঁকে জামিনে মুক্তি করতে। এই সংলাপ সেই জন্য। তাই নিয়ে নানা মুনির নানা মত। তবে এ কথা সত্যি ‘পাঠান’ হোক কিংবা ‘জওয়ান’ এ বছরের সেরার সেরা কিন্তু কিংই। ৯০-এর দশক থেকে তাঁর আসন কেউ ছিনিয়ে নিতে পারেনি। ২০১৮ সালে ‘জ়িরো’ মুক্তি পাওয়ার পর, কোথাও যেন জৌলুস হারিয়েছিল। তবে ধীরে-ধীরে সব বিতর্ককেই টেক্কা দিয়েছে বাদশাহি স্টাইলে।

এই শাহরুখ খানের বাবা কে ছিল জানেন?

অনেক ছোট বয়সেই বাবা-মাকে হারিয়েছেন কিং খান। তাঁদের খুব বেশি আশীর্বাদ পাননি। তবে তিনি এটুকু জানেন ব্রহ্মাণ্ডের যেখানেই থাকুন না কেন, তাঁরা আড়াল থেকে আশীর্বাদ করছেন। পেশোয়ারের পাঠান ছিলেন শাহরুখের বাবা মীর তাজ মহম্মদ খান। তাঁর উচ্চতা ছিল ৬ ফিট ২ ইঞ্চি। কেবল তাই নয়। ভারতের এক তরুণ স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি। একাধিক ভাষা জানতেন। ছিলেন উচ্চশিক্ষিত। আইন, আসবাব, সরবরাহ, রেস্তোরাঁ ব্যবসায়ী এবং কেরোসিন ডিলার ছিলেন দিল্লি শহরের। কেরিয়ারে নানা ধরনের ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছিলেন। তবে রসিক মানুষও ছিলেন খুব।

অন্যদিকে শাহরুখ খানের মা লতিফ ফাতিমা খান হায়দরাবাদের মেয়ে ছিলেন ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছিলেন। সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সূত্রে যুক্ত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও।

প্রকৃত অর্থে শাহরুখের অতি প্রিয় গল্প ‘দ্যা লায়ন কিং’-এর মুফাসা তাঁর বাবাই। তিনি যথার্থ সিম্বা।