AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেলিম খান এবং বাবা জাভেদ আখতারকে নিয়ে ডকু-ড্রামা বানাবেন জোয়া আখতার?

সেলিম খান এবং জাভেদ আখতার নিজেরা তাঁদের ডকুমেন্টারি-ড্রামাতে অভিনয় করবেন কি না তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

সেলিম খান এবং বাবা জাভেদ আখতারকে নিয়ে ডকু-ড্রামা বানাবেন জোয়া আখতার?
জোয়া-জাভেদ।
| Updated on: May 25, 2021 | 3:27 PM
Share

জোয়া আখতার ‘লাক বাই চান্স’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘দিল ধড়কনে দো’ এবং ‘গালি বয়’-এর মতো ফিল্মের মাধ্যমে বলিউডের সম্মানিত এবং জনপ্রিয় পরিচালকদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন । তাঁর শেষ পরিচালনায় মুম্বইয়ের র‍্যাপ সংস্কৃতি তুলে ধরেছিল এবং প্রশংসিত হয়েছিল। রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদী এবং আলিয়া ভাট তাঁদের চরিত্রগুলো আরও রক্তমাংসের হয়ে উঠেছে। তার পর থেকে দর্শক থেকে সমালোচকদের চোখ জোয়ার পরবর্তী কাজের দিকে। শোনা যাচ্ছে, গ্যাংস্টার ড্রামা জোয়ার পরবর্তী ছবির বিষয়বস্ত।

আরও পড়ুন ভিডিয়ো কলে কমল কাঁটাতারের দূরত্ব, স্ত্রী মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা সৃজিতের

খবর, গত দুই বছর ধরে নিঃশব্দে তাঁর বাবা জাভেদ আখতার এবং লেখক সেলিম খানের জীবনভিত্তিক কাজগুলো নথিভুক্ত করে চলেছেন পরিচালক। সূত্রের খবর, “জোয়া মনে করেন যে সেলিম-জাভেদ কম্বো এই দুই হিন্দি চলচ্চিত্র জগতের লেখকদের একটি নতুন দিক দিয়েছে এবং তাঁদেরর প্রাপ্তি  মানুষের কাছে পোঁছনো দরকার। প্রথমদিকে, তিনি তাঁদের নিয়ে একটি বায়োপিক করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু লকডাউনের কারণে গল্পটি একটি ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হওয়ার দাবি রাখে,”

সূত্রের আরও খবর, “তিনি সেলিম খান এবং জাভেদ আখতারের উভয়ের সঙ্গে গল্পের উদ্দেশ্য নিয়ে কথাও বলেছেন। একাধিক বৈঠক হয়েছে এবং জোয়া তাঁর গল্পের যে বিষয়বস্তু নিয়ে আসতে চায় তার কাজ একেবারে শেষের দিকে রয়েছে।”

সেলিম খান এবং জাভেদ আখতারের বেশ কয়েকটি আইকনিক হিন্দি ফিল্ম রয়েছে তাঁদের কাছে। এছাড়া অমিতাভ বচ্চনর ‘দ্য অ্যাংরি ইয়ং ম্যান’ চরিত্রটিকে বিভিন্ন ছবিতে তুলও ধরেছেন তাঁরা। ‘জঞ্জির’, ‘শোলে’, ‘দিওয়ার’, ‘সীতা অউর গীতা’, ‘ত্রিশুল’, ‘ডন’, ‘শান’ এবং ‘শক্তি’ প্রমুখ ছবি তাঁদের মাইলস্টোন হয়ে থেকে গিয়েছে। তবে সেলিম খান এবং জাভেদ আখতার নিজেরা তাঁদের ডকুমেন্টারি-ড্রামাতে অভিনয় করবেন কি না তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।