মাত্র ১৪ বছরে গর্ভবতী হয়ে পড়েন করিনা! গুঞ্জন উঠতেই তোলপাড় বলিউড

Bollywood Gossip: বলিউডের ডিভা তিনি। ৪০ পার করলেও তাঁর গ্ল্যামারে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। তিনি করিনা কাপুর খান। এত বছরের কেরিয়ারে তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। যদিও তাঁকে অনেরে নাকউঁচু, মেজাজি তকমাও দিয়ে থাকেন। তাঁর ভক্তসংখ্যাও অনেক। নায়িকাকে নিয়ে গুজবের সংখ্যাও নেহাত কম নয়।

মাত্র ১৪ বছরে গর্ভবতী হয়ে পড়েন করিনা! গুঞ্জন উঠতেই তোলপাড় বলিউড
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2024 | 10:23 PM

বলিউডের ডিভা তিনি। ৪০ পার করলেও তাঁর গ্ল্যামারে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। তিনি করিনা কাপুর খান। এত বছরের কেরিয়ারে তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। যদিও তাঁকে অনেরে নাকউঁচু, মেজাজি তকমাও দিয়ে থাকেন। তাঁর ভক্তসংখ্যাও অনেক। নায়িকাকে নিয়ে গুজবের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু জানেন কি এক সময় তাঁকে নিয়ে এমন আলোচনা শুরু হয় যা গোটা বলিউডকে নাড়িয়ে দিয়েছিল। টিন-এজার করিনাকে নিয়ে তৈরি হয়েছিল বিপুল আলোচনা। মাত্র ১৪ বছর বয়সে নাকি নায়িকার জীবনে ঘটেছিল এক বড় ঘটনা। কী ঘটেছিল জানেন? শুনলে চমকে যাবেন। শোনা গিয়েছিল অভিনেত্রী নাকি গর্ভবতী হয়ে পড়েছিলেন। জানেন বাবা হিসাবে কার নাম উঠে এসেছিল?

খুবই রক্ষণশীল পরিবারের মেয়ে করিনা কাপুর। বাড়ির মেয়ে বউদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার কোনও অধিকার ছিল না। কড়া নিষেধাজ্ঞা জারি ছিল তাঁদের উপর। যদিও যেহেতু মা ববিতার সঙ্গে আলাদা থাকতেন করিনা, করিশ্মারা তাই তাঁদের বড় হওয়াটা হয়েছিল অন্যভাবে। প্রথম যমুনাবাই নার্সি স্কুলে তাঁকে ভর্তি করা হলেও কিছু বছর পরেই বলিউডের বেবোকে পাঠিয়ে দেওয়া হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে। সেখানেই দীর্ঘ সময় কাটান তিনি। রটনা বলে, ওই স্কুলে থাকতে থাকতে নাকি নবম শ্রেণীতে আচমকাই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তখন তাঁর বয়স মোটে ১৪ বছর। এখানেই কি শেষ? সন্তানের বাবা হিসেবে উঠে আসে হৃতিক রোশনের নামও। তাঁর সঙ্গে করিনার যে বিশেষ সম্পর্ক ছিল এ খবর কে না জানেন? যদিও এই ঘটনার কোনও উপযুক্ত প্রমাণ পাওয়া যায় না, তাই এ নিছকই রটনা নাকি সত্যিই ঘটেছিল এমন কোনও ঘটনা তা এখনও ধোঁয়াশা। করিনাও কখনও এ নিয়ে মুখ খোলেননি।