জাহ্নবীর বেডরুমে পুরুষ বন্ধু! হাতেনাতে ধরে ফেলেন বনি কাপুর, তারপর…
ঝুলিতে খুব বেশি সিনেমা না থাকলেও, জাহ্নবী কাপুরের ব্যক্তিগত জীবন সব সময়ই চর্চায়। শ্রীদেবীকন্যা কার সঙ্গে প্রেম করছেন, কবে বিয়ে, তা নিয়ে রোজই খবর।
![জাহ্নবীর বেডরুমে পুরুষ বন্ধু! হাতেনাতে ধরে ফেলেন বনি কাপুর, তারপর... জাহ্নবীর বেডরুমে পুরুষ বন্ধু! হাতেনাতে ধরে ফেলেন বনি কাপুর, তারপর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Janvi.jpg?w=1280)
ঝুলিতে খুব বেশি সিনেমা না থাকলেও, জাহ্নবী কাপুরের ব্যক্তিগত জীবন সব সময়ই চর্চায়। শ্রীদেবীকন্যা কার সঙ্গে প্রেম করছেন, কবে বিয়ে, তা নিয়ে রোজই খবর। তবে এবার হঠাৎ করেই জাহ্নবীর এক পুরনো কাণ্ড প্রকাশ্যে চলে এল। নাহ, গুঞ্জন নয়। বরং জাহ্নবীই ফাঁস করেছিলেন তাঁর এমন কাণ্ড।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির প্রচারে এসে কথায় কথায়, জাহ্নবী এক ঘটনার কথা বলেন। যা শুনে সাংবাদিকরা তো হতবাক। তবে ঘটনাটা বলার পর একটু লজ্জাও পেয়েছিলেন জাহ্নবী।
তা ঠিক কী ঘটেছিল?
এই খবরটিও পড়ুন
জাহ্নবী জানান, ”অনেকদিন আগের কথা। বাড়িতে কেউ তখন ছিল না। আমার এক পুরুষ বন্ধু বাড়িতে এসেছিল। আমি তাঁকে বেডরুমে বসিয়ে গল্প করছিলাম। হঠাৎই বাবা চলে আসেন। আমি ভয় পেয়ে বন্ধুকে বলি,জানালা দিয়ে লাফ দিতে। তবুও ধরা পড়ে যাই। তারপর বাবা বাড়ির সব জানালায় গ্রিল দিয়ে দেয়। সেই ঘটনার কথা আজও ভাবলে হাসি পায়, লজ্জা লাগে।”
২০১৮ সালে মুক্তি পায় জাহ্নবীর প্রথম ছবি ধড়ক। বক্স অফিসে এই ছবি না চললেও, জাহ্নবীর প্রশংসা হয়। অনেকেই জাহ্নবীকে শ্রীদেবীর সঙ্গে তুলনা করতে শুরু করেন। এরপর বেশ কয়েকটি ছবি করেছেন জাহ্নবী। তবে বক্স অফিসে দাগ কাটতে পারেননি। এরই মাঝে প্রেমগুঞ্জনে আসে শিখর পাহাড়িয়ার সঙ্গে নাকি প্রেম করছেন জাহ্নবী। শিখরের সঙ্গে মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় মুম্বইয়ের এদিক-ওদিক। এমনকী, দুজনে মিলে ঘুরতেও বেরিয়ে পড়েন। তবে প্রতিবছর একবার হলেও, শিখরকে নিয়ে তিরুপতি দর্শনে যান জাহ্নবী।
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)