রাজনীতিতে নাম লেখালেন ‘বং গাই’ কিরণ দত্ত?
সব কমেন্ট তিনি দেখেছেন, মুখ খোলেননি। যখন মুখ খুললেন, তাঁকে আটকানো যায়নি।
একের পর এক পোস্ট করা ভিডিয়োর কমেন্ট বক্সে প্রশ্নবাণ, ‘দাদা কোন দলে যোগ দেবেন?’, ‘ভোটটা সিরিয়াস ইস্যু, আপনি তো রোস্ট ছাড়া কিছু করতে পারেন না,’ ‘দেবের গলাতেও ঝুলেছেন, আবার রুদ্রনীলের…!’ সব কমেন্ট তিনি দেখেছেন, মুখ খোলেননি। যখন মুখ খুললেন, তাঁকে আটকানো যায়নি। TV9 বাংলায় এবার পলিটিক্যাল বং গাই।
বাংলার ১নং ইউটিউবার এবার কি রাজনীতিতে নাম লেখাবেন? ‘বং গাই’ কিরণ দত্তের প্রথম রাজনৈতিক সাক্ষাৎকার। মুখোমুখি TV9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী।
Published on: Apr 03, 2021 03:26 PM
Latest Videos