AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোকেন-সহ গ্রেফতার বরুণ-আরবাজ খান ঘনিষ্ঠ হেয়ার স্টাইলিস্ট সূরজ

বলিউডের মাদক কাণ্ডে ফের গ্রেফতার।

কোকেন-সহ গ্রেফতার বরুণ-আরবাজ খান ঘনিষ্ঠ হেয়ার স্টাইলিস্ট সূরজ
আরবাজ খানের সঙ্গে সূরজ।
| Updated on: Dec 10, 2020 | 11:08 PM
Share

বলিউডের মাদক কাণ্ডে ফের গ্রেফতার। এ বার এনসিবির (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) জালে বলিউডের নামজাদা হেয়ার স্টাইলিস্ট সূরজ গোড়াম্বে। বৃহস্পতিবার এক মাদক পাচারকারীর থেকে কোকেন কেনার সময় হাতে নাতে ধরা পড়েন তিনি। এনসিবি সূত্রে জানা যাচ্ছে, ওই দু’জনকে মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের মীরা টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ১৬ প্যাকেট কোকেন উদ্ধার হয়েছে যার ওজন ১১ গ্রাম। ইতিমধ্যেই ধৃতদের বিচারবিভাগীয় আদালতে তোলা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাঁদের এনসিবি’র হেফাজতের থাকার নির্দেশ দিয়েছে এনডিপিএস। সুরজ মাদক সেবনের পাশপাশি মাদক পাচারেও যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’, কঙ্গনা রানাউত অভিনীত ‘তনু ওয়েডস মনু’, এ ছাড়াও সলমন খান অভিনীত ‘দাবাং’ ছবিতে হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় কাজ করেছেন সূরজ।

গতকাল অর্থাৎ বুধবার মুম্বইয়ের (Mumbai) অন্ধেরি থেকে ৫ কিলোগ্রাম হ্যাশ, আফিম ও এমডিএমএ-সহ একাধিক মাদক বাজেয়াপ্ত করে এনসিবি। যে পরিমাণে হ্যাশ বাজেয়াপ্ত হয়েছে তার দাম প্রায় আড়াই কোটি টাকা। এনসিবি গ্রেফতার করেছে মাদক চক্রের অন্যতম মাথা রেগেল মহাকালকেও। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই বলিউডের মাদক যোগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এনসিবি।

মাদক সেবন এবং পাচারের অভিযোগে এনসিবি এর আগে গ্রেফতার করেছিল সুশান্তের প্রেমিকা রিয়া এবং তাঁর ভাই শৌভিককে। যদিও তাঁরা দু’জনেই শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। মাদক যোগে এনসিবি’র দফতরে ডাক পড়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপূর এবং অর্জুন রামপান সহ বলিউডের হেভিওয়েট নামেরাও।