AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন আব্রাহমের পিঠে হাজার আঁচড়ের দাগ! নায়িকার চোখের সামনেই কী ঘটে যায়?

এক সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা স্মরণ করেন তাঁর এবং জন আব্রাহামের অভিনীত ছবি ‘আই, মি অউর ম্যায়’-এর প্রচারের দিনগুলোর কথা। তিনি বলেন, “আমরা দিল্লির একটি কলেজে প্রচারে গিয়েছিলাম। স্টেজ থেকে নামার সময় হঠাৎই ভিড় বাড়তে শুরু করে। নিরাপত্তারক্ষীরা জনকে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

জন আব্রাহমের পিঠে হাজার আঁচড়ের দাগ! নায়িকার চোখের সামনেই কী ঘটে যায়?
| Updated on: Jan 09, 2026 | 3:52 PM
Share

গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ংকর অভিজ্ঞতা— যার নাম ‘মবিং’ বা ভক্তদের অনিয়ন্ত্রিত ভিড়ের তাণ্ডব। সম্প্রতি অভিনেত্রী নিধি আগরওয়াল এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনাগুলো ফের একবার তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই আবহে মুখ খুললেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। শেয়ার করলেন জন আব্রাহামের সঙ্গে ঘটে যাওয়া এক শিউরে ওঠা অভিজ্ঞতার কথা।

এক সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা স্মরণ করেন তাঁর এবং জন আব্রাহামের অভিনীত ছবি ‘আই, মি অউর ম্যায়’-এর প্রচারের দিনগুলোর কথা। তিনি বলেন, “আমরা দিল্লির একটি কলেজে প্রচারে গিয়েছিলাম। স্টেজ থেকে নামার সময় হঠাৎই ভিড় বাড়তে শুরু করে। নিরাপত্তারক্ষীরা জনকে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু জন আমাকে একা ফেলে যেতে চাননি, তিনি আমাকে আগলে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন।”

চিত্রাঙ্গদা আরও যোগ করেন, “গাড়িতে বসার পর জন যখন তাঁর শার্ট খুললেন, আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাঁর পুরো পিঠ নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আমাকে রক্ষা করতে গিয়ে তিনি ভিড়ের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই কলেজে প্রচুর মেয়ে থাকায় আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু জন জখম হয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে শুধু নারী নয়, পুরুষ অভিনেতারাও সমানভাবে এই হেনস্থার শিকার হন।”

চিত্রাঙ্গদার এই মন্তব্য এমন এক সময়ে এল যখন সম্প্রতি হায়দরাবাদের একটি মলে ‘দ্য রাজা সাব’ ছবির অভিনেত্রী নিধি আগরওয়াল ভক্তদের চূড়ান্ত অভব্যতার শিকার হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নিধিকে ঘিরে ধরে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি করছে ভিড়। নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে ভক্তরা তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। জনৈক প্রত্যক্ষদর্শী জানান, নিধি সেই সময় এতটাই আতঙ্কিত ছিলেন যে নিজের ওড়নাটি শক্ত করে ধরে গাড়ির দিকে ছুটছিলেন। একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সামান্থা রুথ প্রভুকেও।

নিজের অভিজ্ঞতা জানিয়ে চিত্রাঙ্গদা বলেন, “দহি হান্ডির মতো অনুষ্ঠানগুলোতেও একই অবস্থা হয়। একবার ২-৩ বার এমন হয়েছে যে ভিড় আমাদের গাড়ির ওপর আছড়ে পড়ছিল, গাড়ি ভাঙার চেষ্টা করছিল। প্রিয় তারকাকে হাতের নাগালে পেয়ে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সেই সময়টা খুব ভয়ানক ছিল, আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম।”

চিত্রাঙ্গদার মতে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলোর উচিত তারকাদের নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে দেখা। ‘ফ্যান মোমেন্ট’ বা ভক্তদের ভালোবাসা আর ‘মবিং’ বা আক্রমণাত্মক আচরণের মধ্যে যে সূক্ষ্ম রেখাটি রয়েছে, সেটি বারবার অতিক্রম হওয়া ভারতীয় সিনেমা জগতের জন্য এক অশনি সংকেত।