বরুণের বিয়েতে এই পরীক্ষা না করালে এনট্রি মিলবে না শাহরুখেরও
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বিয়েটা ঘেরাটোপের মধ্যে ঘরোয়া ভাবে সারলেও, ২৬ জানুয়ারি মুম্বইতে বড়সড় রিসেপশন দিচ্ছেন বরুণ ধাওয়ান।
বলিউডের নামজাদা এক বিয়ে হতে চলেছে আজ। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করছেন বরুণ ধাওয়ান। আলিবাগের ম্যানসন হাউসে তা-ই এখন আলোর রোশনাই।
গতকাল থেকে একের পর এক প্রথম সারির তারকারা যোগ দিতে শুরু করেছেন বিয়েবাড়িতে। শোনা যাচ্ছে, শাহরুখ, সলমন, ক্যাটরিনা, জ্যাকলিন, শ্রদ্ধা কাপুরও যোগ দিতে পারেন সেলিব্রেশনে। তবে এত জাঁকজমকের মধ্যেও বেশ কিছু কড়া নিষেধাজ্ঞা রয়েছে বিয়েবাড়িতে। বাড়ির চারপাশ ফ্লেক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কোনও ভাবে বাইরের লোক ছবি তুলতে পারবেন না। চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি। এমনকী বাড়ির সমস্ত স্টাফদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। স্টাফদের মোবাইলের পিছনে লাগানো হবে ‘স্টিকার’ তাতে লেখা থাকবে ‘নো ফটো’।
#VarunDhawan wedding venue . . #VarunWedsNatasha #VarunKiShaadi #VarunNatashaWedding #NatashaDalal #NatashaGotDhaOne @Varun_dvn pic.twitter.com/wmbTkcP9WZ
— Shresti (@varundvn_shrest) January 24, 2021
বরুণ–নাতাশা দু’জনের কেউ চান না ওঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসুক! বিয়ে নিয়ে কোনও বাড়াবাড়ি পছন্দ নয় নব দম্পতির। একেবারেই ব্যক্তিগতভাবে গাঁটছড়া বাঁধতে চান তাঁরা।
ফোটোগ্রাফিতে নিষেধাজ্ঞা ছাড়াও নেওয়া হয়েছে আরেক প্রযোজনীয় এক উদ্যোগ। প্রবেশদ্বারে হবে কোভিড-১৯ টেস্ট!
View this post on Instagram
সূত্রের খবর, শুধুমাত্র নিমন্ত্রিতদের মুখে মাস্ক তো বাধ্যতামূলক, তা ছাড়াও অনুষ্ঠানের প্রবেশ দ্বারে প্রত্যেকের কোভিড টেস্ট করা হবে। নেগেটিভ হলেই মিলবে এনট্রি। না হলে বাড়ি ফিরতে হবে নিমন্ত্রিতদের। বর্তমান মহামারীর এ সময়ে দাঁড়িয়ে দম্পতির এ হেন উদ্যোগ কিন্তু বেশ প্রশংসাযোগ্য!
View this post on Instagram
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বিয়েটা ঘেরাটোপের মধ্যে ঘরোয়া ভাবে সারলেও, ২৬ জানুয়ারি মুম্বইতে বড়সড় রিসেপশন দিচ্ছেন বরুণ ধাওয়ান।