AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit Singh Secret: ‘…আমায় শিখিয়ে নিতে হবে’, গান নয়, এবার অভিনয় নিয়ে মুখ খুললেন অরিজিৎ

Arijit Singh: বরাবরই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ। যে মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য ভক্তরা মুখিয়ে থাকেন, সেই স্টারকেই মাঝে মধ্যেই দেখা যায় সাধারণ মানুষের সঙ্গেই পথচলতে।

Arijit Singh Secret: '...আমায় শিখিয়ে নিতে হবে', গান নয়, এবার অভিনয় নিয়ে মুখ খুললেন অরিজিৎ
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 9:44 AM
Share

অরিজিৎ সিং সম্পর্ক কৌতুহল কম বেশি সব ভক্তদেরই রয়েছে। নিজের বিষয় খুব একটা কথা বলতে দেখা যায় না অরিজিৎ সিং-কে। বেশ কয়েকটি সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করলেও, নিজের নিয়েই নিজে থাকতে পছন্দ করেন গায়ক। সাদামাটা জীবনযাপন করা থেকে শুরু করে পরিবারকে সময় দেওয়া, সবদিক ব্যালান্স করেই চলতে পছন্দ করেন গায়ক অরিজিৎ সিং। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁর প্রতিটা গান শ্রোতাদের মনে গেঁথে থাকে। অরিজিতের কণ্ঠের ম্যাজিকে মুগ্ধ সকলেই। তাই বলে অভিনয়? নিজের অভিনয় দক্ষমতা নিয়ে মুখ খুললেন গায়ক। একবার এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায় তিনি অভিনয়টা জানেন না।

গায়ককে প্রশ্ন করা হয়, তাঁকে বেশ কয়েকটি গানে দেখা গিয়েছে ফিচার হতেও। লুক একেবারে অন্য রকমের। কীভাবে অভিনয় করে সকলের নজর কাড়লেন তিনি? হাসতে হাসতে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি অভিনেতা নন, তিনি অভিনয়টা জানেন না। তাঁরকে এই বিষয় প্রশিক্ষণ দিতে হবে। অরিজিৎ জানান, তাঁকে একটা গিটার দিয়ে বসিয়ে দিলেই হয়। এর বাইরে তিনি কিছুই জানেন না। মেকআপ থেকে সাজ পোশাক, কোনও বিষয়ই খেয়াল রাখেন না। অরিজিৎ জানান, একবার এক পরিচালক তাঁকে অনুরোধ করেছিলেন চুলটা যদি একটি ঠিক করে নেন তিনি।

অরিজিৎ সিং হাসতে হাসতে উত্তর করেছিলেন, এই টুকু তিনি করতেই পারেন। বরাবরই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ। যে মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য ভক্তরা মুখিয়ে থাকেন, সেই স্টারকেই মাঝে মধ্যেই দেখা যায় সাধারণ মানুষের সঙ্গেই পথচলতে। কোনও বিলাসবহুল ফ্লাট কিংবা বাংলো-তে নয়। দামী গাড়ি থেকে নামা নয়, আসে পাশে বডিগার্ড নয়, তবে কীভাবে অরিজিৎ সিং এত সাধারন থাকেন?

 সাধারণ পোশাক, পায়ে চটি, স্কুটারে চেপে পথে ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ। মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছে এ ছবি নতুন নয়। অরিজিৎ সিং-কে প্রায়ই এভাবেই দেখা যায়। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন এতো সাধারণভাবে থাকেন? কী উত্তর দেবেন বুঝতে না পেড়ে, পাল্টা প্রশ্ন করেছিলেন, “এতো ইউনিক প্রশ্ন কেন? আমি এভাবেই থাকতে পছন্দ করি। এভাবেই ভাল আছি।”