Katrina Kaif-Vicky Kaushal Wedding: চওড়া হাসি, হাতে-হাত, ভিক্যাটের ছবি জুড়ে ভালবাসার ইজহার

টানা তিন দিন জয়পুরের প্রাসাদ ছিল ইন্দ্রপুরী। বিদেশ থেকে সরঞ্জাম, ভিন রাজ্য থেকে সবজি, মুম্বই থেকে স্টাইলিস্ট, আর প্রত্যন্ত গ্রাম থেমে মেহেন্দি শিল্পী… সব মিলিয়ে সে ছিল এক এলাহি আয়োজন।

Katrina Kaif-Vicky Kaushal Wedding: চওড়া হাসি, হাতে-হাত, ভিক্যাটের ছবি জুড়ে ভালবাসার ইজহার
ভিক্যাটের বিয়ের ছবি জুড়ে ভালবাসার ইজহার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 1:47 AM

ভালবাসাই ওঁদের এতটা দূর এগিয়ে নিয়ে এসেছে। দোসর হয়েছে একে অন্যের প্রতি সম্মান। যে ছবির এক ঝলক পাওয়ার জন্য বিগত কয় দিন রাতের ঘুম উড়েছিল পাপারাজ্জির সেই বিয়ের ছবিই পোস্ট করে ভিকি জানালেন, ক্যাট তাঁর। ছবি জুড়ে প্রেমের পরশ, ভালবাসার রঙ।

টানা তিন দিন জয়পুরের প্রাসাদ ছিল ইন্দ্রপুরী। বিদেশ থেকে সরঞ্জাম, ভিন রাজ্য থেকে সবজি, মুম্বই থেকে স্টাইলিস্ট, আর প্রত্যন্ত গ্রাম থেমে মেহেন্দি শিল্পী… সব মিলিয়ে সে ছিল এক এলাহি আয়োজন। প্রায় চার বছর আগে শুরু হওয়া প্রেমের যেন বৃত্ত পূর্ণ হল…ওঁদের জীবনে ‘যোশ’ আজ আক্ষরিক অর্থেই ‘হাই’, যে উচ্চতার নাগাল পাওয়া যায় না।

ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন। তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ।

তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের। এত দিনের এত প্রস্তুতির অবশেষে অবসান। আজ থেকে পঞ্জাবি বহু ক্যাটরিনা কাইফ।