প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুমিত্রা ভাবে

হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। যদিও তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। অবশেষে এ দিন সকালে মৃত্যু হয় তাঁর।

প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুমিত্রা ভাবে
সুমিত্রা ভাবে
Follow Us:
| Updated on: Apr 19, 2021 | 3:45 PM

কোভিড পরিস্থিতির মধ্যেই খারাপ খবর। প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক-লেখক সুমিত্রা ভাবে। সোমবার পুনের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর।

হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। যদিও তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। অবশেষে এ দিন সকালে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনকার্ফু ‘উদযাপন’? ভয়াবহ কোভিড পরিস্থিতির মধ্যেই মুম্বই ছেড়ে বাইরে যাচ্ছেন একের পর এক তারকা

মারাঠি ছবির দুনিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন সুমিত্রা। পরিচালক সুনীল সুখথানকরের সগ্নে জুটি বেঁধে চিত্র পরিচালনা করেছেন তিনি। তাঁর শেষ উল্লেখযোগ্য কাজ ২০১৭তে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাসভ’। এ ছাড়াও ‘বাই’, ‘পানি’র মতো ছবির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার।

তাঁর মৃত্যুতে সিনেজগতে শোকের ছায়া। অভিনেতা নীনা কুলকর্ণি লেখেন, “দৃঢ় সামাজিক বার্তা, নারী স্বাধীনতার পক্ষে সওয়াল-ই তাঁর ছবিকে আলাদা করে তুলেছিল। শর্ট হোক, ফিচার হোক বা সিরিজ– তাঁর সৃষ্টির মধ্যে দিয়েই ফুটে উঠত তাঁর চিন্তা।” মডেল-অভিনেতা মিলিন্দ সোমান থেকে শুরু করে প্রযোজক নিখিল মহাজন, সুহ্রুদ গোড়বলেও শেষশ্রদ্ধা জানিয়েছেন শিল্পীকে।