Adipurush: পর্দায় নয়া জুটি, কৃতির সঙ্গে রোম্যান্স আলাদা মাত্রা দিতে চলেছে আদিপুরুষ-কে

Prabhas: যদিও ছবির এখনও বেশ কিছুটা অংশের কাজ বাকি রয়েছে। প্রভাস বর্তমানে একের পর এক বলিউডের স্টারদের সঙ্গে জুটি বাঁধছেন।

Adipurush: পর্দায় নয়া জুটি, কৃতির সঙ্গে রোম্যান্স আলাদা মাত্রা দিতে চলেছে আদিপুরুষ-কে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2022 | 10:22 AM

একের পর এক ছবি এখন প্রভাসের ঝুলিতে। বাহুবলি মুক্তির পর প্রভাসের ছবির তালিকায় থাকা প্রথম ফ্লপ ছবি হল রাধে শ্যাম। যদিও সেই ছবি ফ্লপের দায় প্রভাস চাপিয়ে দিয়েছেন নির্মাতা ও গল্পের ওপর। তাবে সেই ঘোর কাটিয়ে এখন বক্স অফিস লড়াইয়ে আবারও কোমড় বেঁধে নেমে পড়তে চলেছেন প্রভাস। সদ্য প্রোজেক্ট কে-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেই শুটিং সেটেই দীপিকার শরীর হঠাৎ খারাপ হওয়াতে বেশ কিছুটা দেরি হচ্ছে ছবির কাজ শেষ হতে। কবে শেষ হতে চলেছে এই ছবি, সেই খবর স্পষ্ট নয়। এরই মাঝে ভাইরাল পরবর্তী ছবির খবর।

লকডাউনের মাঝেই আদিপুরুষ ছবির খবর সামনে এসেছিল। এবার প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কৃতি স্যানন। সম্প্রতি দক্ষিণে এক পার্টিতে এই ছবির সদস্যরা এক হয়েছিলেন। সেখানেই নানা কথোকথনের মধ্যে উঠে আসে সিনে দুনিয়ার নয়া জুটির কথা। সূত্রের খবর অনুযায়ী এবার কৃতির সঙ্গে প্রভাসের রোম্যান্স ঝড় তুলতে পারে সিনে দুনিয়ায়। বেশ কিছু অংশ ছবির এতটাই সুন্দর ও যত্ন করে তৈরি করা হয়েছে।

যদিও ছবির এখনও বেশ কিছুটা অংশের কাজ বাকি রয়েছে। প্রভাস বর্তমানে একের পর এক বলিউডের স্টারদের সঙ্গে জুটি বাঁধছেন। শ্রদ্ধা কাপুর থেকে শুরু করে কৃতি স্যানন, দীপিকা পাড়ুকোন প্রমুখদের বিপরীতেই এখন কাজ করছেন তিনি। সম্প্রতি আরও বেশ কিছু ছবির কাজ নিয়ে চলছে কথাও। পাশাপাশি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে প্রভাসের পারিশ্রমিকের সংখ্যাও।

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)

মোটের ওপর প্রভাস এখন ১৫০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন বলেও দক্ষিণী দুনিয়ার খবর। যদিও এই নিয়ে খুব বেশি খবর সামনে না এলেও, তিনি যে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন ১০০ কোটি থেকে তা নিশ্চিত। ফলে প্রভাসের ছবি ফ্লপ হওয়া মানে ব্যপক ক্ষতির সম্ভাবনা প্রযোজক সংস্থার। সেই সূত্রেই ঢেলে সাজানো হচ্ছে আদীপুরুষকে। পাশাপাশিস কাজ চলছে প্রোজেক্ট কে ছবিরও।