Rupankar On Lata Mangeshkar Death: বেনারস গেলেও লতাজির গান, পুরীতে বেড়াতে গিয়েও সঙ্গী তিনিই: রূপঙ্কর
"আমার এই মুহূর্তে মনে হচ্ছে ছোটবেলায় যখন গান শুনেছি, তখন তো লতা মঙ্গেশকরের গানই শুনেছি। তাঁর গান আমাদের পাড়ায় পাড়ায় বাজত।
“লতাজি এতো পরিশীলিত জীবনযাপন করার পরও কোভিড, তা খুবই দুর্ভাগ্যজনক।” সঙ্গীতশিল্পী রূপঙ্করের কন্ঠে আফশোসের সুর। রবিবাসরীয় সকালে মন খারাপের সুর। সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আর এই খবরে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত।
সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীর কথায়, “ওঁনার যথেষ্ট বয়স হয়েছিল। তিনি অত্যন্ত নিয়ম মেনে জীবনযাপন করতেন। উনি হয়তো আরও বেশ কিছুদিন আমাদের কাছে থাকতেন। কোভিড হওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক। সেটা ভেবেই খারাপ লাগছে।” তিনি আরও যোগ করেন,”ওঁনার চলে যাওয়াটা আমার কাছে খুবই বেদনাদায়ক। যে কোনও সঙ্গীতশিল্পীর কাছে, না শুধু শিল্পী বললে ভুল বলা হবে, যে কোনও সঙ্গীতপ্রেমীর কাছে। যারা ভারতীয় সঙ্গীত ভালবাসে। ভারতীয় সঙ্গীতের যাঁরা অনুরাগী, লতাজির চলে যাওয়া তাদের সবার কাছে কষ্টের।”
এই কথা বলতে গায়ক ফিরে নিজের ছোটবলায়। ফিরে এল স্মৃতি বললেন, “আমার এই মুহূর্তে মনে হচ্ছে ছোটবেলায় যখন গান শুনেছি, তখন তো লতা মঙ্গেশকরের গানই শুনেছি। তাঁর গান আমাদের পাড়ায় পাড়ায় বাজত। আমাদের যে কোনও রাস্তার গলি, শুধু এই শহর বললে ভুল বলা হবে, বেনারস গেলে সেখানেও লতাজির গানই বাজছে। শুধু কি তাই ! কোথাও বেড়াতে গেলাম সামান্য পুরীতে বেড়াতে গিয়েছি ছোটবেলায়, সেখানেও যাঁর গান শুনেছি তিনি লতা মঙ্গেশকর। সেইরকম এক সুর সম্রাজ্ঞী আমাদের ছেড়ে চলে গেলেন এটা আমাদের কাছে খুবই দুঃখের। এই কষ্ট নিশ্চয় থাকবে। ওঁনার দেহ আমাদের ছেড়ে চলে গিয়েছে, ওনার মৃত্যু হয়েছে। কিন্তু ওনার গানের তো কখনও মৃত্যু হয় না। ওঁনার সৃষ্টির কোনওদিন মৃত্যু হবে না। ওনার যে গান থেকে যাবে আমাদের কাছে, আমাদের স্মৃতির পাতায়। পৃথিবী যতদিন থাকবে, ওনার গানও ততদিন বেঁচে থাকবে। আর তারমধ্যেই আমরা লতা মঙ্গেশকরকে খুঁজে পাব।”
আরও পড়ুন: Lata Mangeshkar: চলে গেলেন সুর সম্রাজ্ঞী, শোকস্তব্ধ গোটা দেশ
আরও পড়ুন:Lata Mangeshkar Death: হাতে থাকত এক অদৃশ্য বীণা, তিনি লতা মঙ্গেশকর, বাগদেবীর মানবী রূপ