Shreema Bhattacherjee: ‘চারিদিকে শূন্যতা, নিস্তব্ধতা…’, চোখ দিয়ে অবিরাম জল গড়াচ্ছে, কী হয়েছে শ্রীমার?

Shreema Bhattacherjee: মন একেবারে ভাল নেই অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। নিজের আবেগকে আটকে রাখতে পারছেন না কিছুতেই। আলোর রোশনাই, চারিদিকে আওয়াজ-- চারটে দিন কীভাবে যে পার হয়ে গেল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি। আর সে কারণেই চোখ ভিজে উঠছে তাঁর। মন হয়ে উঠছে দ্রব।

Shreema Bhattacherjee: 'চারিদিকে শূন্যতা, নিস্তব্ধতা...', চোখ দিয়ে অবিরাম জল গড়াচ্ছে, কী হয়েছে শ্রীমার?
কাঁদছেন শ্রীমা। কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 6:18 PM

মন একেবারে ভাল নেই অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। নিজের আবেগকে আটকে রাখতে পারছেন না কিছুতেই। আলোর রোশনাই, চারিদিকে আওয়াজ– চারটে দিন কীভাবে যে পার হয়ে গেল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি। আর সে কারণেই চোখ ভিজে উঠছে তাঁর। মন হয়ে উঠছে দ্রব। চারিদিকে একরাশ নিস্তব্ধতা ও শূন্যতা তাঁকে গ্রাস করেছে। একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি খানিক পুরনো হলেও অনুভূতি আজও এক। ছবিতে দেখা যাচ্ছে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তাঁর। তিনি জাপটে ধরে আছেন মা দুর্গাকে। আদর করছেন, ঠিক যেন নিজের বাড়ির মেয়ে।

ছবি শেয়ার করে শ্রীমা লিখেছেন, “থম ছবির বয়স বাড়লেও অনুভূতি আজ ও এক! পুজোর দিনগুলো সত্যি রঙিন স্বপ্নের মতো, হঠাৎ করে দশমী এসে স্বপ্নভঙ্গকরে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে আমাদের। চারিদিকে শূন্যতা, নিস্তব্ধতা… গলার কাছে প্রকাশ না পাওয়া একটু কান্না, আর এক রাশ মন খারাপ!”— শ্রীমা তাঁর ভক্তদের কাছে প্রশ্ন রেখেছেন,’তোমাদেরও কি মন খারাপ?” উত্তরও এসেছে। এক ভক্ত শ্রীমার কথায় সহমত পোষণ করে লিখেছেন, “খুবই, দুর্গাপুজো আমাদের কাছে একটা আবেগ। আসছে বছর আবার হবে। কিন্তু মন যে কিছুতেই কষ্ট মানে না।”

বিসর্জনের পর ফাঁকা মন্ডপ। একপাশে একা একা জ্বলতে থাকা প্রদীপ জানিয়ে দিয়েছে এখনও অপেক্ষা এক বছরের। জানিয়ে দিয়েছে আবারও সেই পুরনো রুটিনে ফিরে আসার সময় আগত। প্রতি বারই এই সময়ই মন খারাপ ঘিরে ধরে শ্রীমাকে। এবারেও তারে ব্যতিক্রম হয়নি। জল গড়িয়ে পড়েছে চোখ দিয়ে কখনও অগোচরে। কষ্ট যেন গলা দিয়ে নামতেই চাইছে না তাঁর। কিন্তু মেনে যে নিতেই হয়। রুটিনে ফেরার আগে শ্রীমার এই পোস্ট কোথাও গিয়ে মন ছুঁয়েছে বাকিদেরও। নিজেদের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁরাও।