Lata Mangeshkar Death: লতাজির ওই একটি পোস্ট আমার গোটা জীবনটাই বদলে দিল: সমদীপ্তা মুখোপাধ্যায়
প্রায় দেড় বছর আগেই বাঙালি মেয়ের গান শুনে মুগ্ধ লতা মঙ্গেশকর শেয়ার করেছিলেন টুইটারে। লিখেছিলেন, "এই ভিডিয়োটি একজন পাঠালেন। এই মেয়েটি মোৎজার্টের সিম্ফনি সরগমের আকারে খুব সুন্দর ভাবে গেয়েছে।
মোৎজার্টের ৪০ নম্বর সিম্ফনি, জি মাইনর– সরগম দিয়ে গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন বেহালার মেয়েটি। কে জানত, তা চোখে পড়ে যাবে খোদ সরস্বতীর। এত্ত ভাল লেগে যাবে যে তিনি সটানে শেয়ার করে ফেলবেন নিজের ভেরিফায়েড পেজে। অথচ হয়েছিল এমনটাই। সমদীপ্তা মুখোপাধ্যায়ের ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি?
প্রায় দেড় বছর আগেই বাঙালি মেয়ের গান শুনে মুগ্ধ লতা মঙ্গেশকর শেয়ার করেছিলেন টুইটারে। লিখেছিলেন, “এই ভিডিয়োটি একজন পাঠালেন। এই মেয়েটি মোৎজার্টের সিম্ফনি সরগমের আকারে খুব সুন্দর ভাবে গেয়েছে। আমার আশীর্বাদ রইল ও যেন খুব ভাল গায়িকা হয়”। এ দিন সমদীপ্তাকে টিভিনাইন বাঙলার তরফে যোগাযোগ করা হলেই কেমন যেন আনমনা তিনি। লতাজির পাওয়া সেই আশীর্বাদ, পোস্ট — সব কিছুই যেন একের পর এক ফ্ল্যাশব্যাকে আসছে তাঁর।
বললেন, “আমার বাড়িতে তো কেউই গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন না। আমি ভালবেসেছি। কোনওদিনও তো ভাবিনি লতাজি আমাকে আশীর্বাদ করবেন। গা হাত পা কেঁপেছিল সেদিন। বিশ্বাস হয়নি। এই যে আমার গলার স্বর ওঁর কান অবধি পৌঁছেছে এটাই তো আমার জীবন সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে রইল। আজও যখন ভাবি স্বপ্নের মতো লাগে। মনে হয় সত্যিই কি এমনটা হয়েছিল? উনি তো পোস্ট নাও করতে পারতেন। করেছিলেন…।” আর এর পরেই রাতারাতি জীবন বদলে গিয়েছিল তাঁর। মিডিয়ার ফোন, সোশ্যাল মিডিয়ায় সেনসেশন, রিয়ালিটি শো’তে যোগদান, আজ তাঁর ফেসবুকও ভেরিফায়েড। অনুরাগীর সংখ্যাও কম নয়। সমদীপ্তা কাছে তিনি সাক্ষাৎ সরস্বতী। সরস্বতীর ‘আশীর্বাদ’ কি মিথ্যে হয়?
আজ মন খারাপ তাঁর। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। তবু চুপিসারে সরস্বতী কাছেই করেছেন প্রতিজ্ঞা, আরও ভাল গান করার প্রতিজ্ঞা। ‘লতাজির আশীর্বাদ পেয়েই মেয়েটা আর রেওয়াজ টেওয়াজ তুলে দিয়েছে…’ এই অপবাদ যাতে তাঁকে কোনওদিন পোহাতে না হয় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি। ‘বরপুত্রী’ তিনি, ব্যস আর কী চাই ?
Namaskar. Mujhe ye video kisine bheja, is ladki ne mahan Austrian sangeetkar Mozart ki 40th Symphony G Minor ko Bhartiya Sargam mein bahut sudar tarah se gaaya hai. Main isko aashirwad deti hun ki ye ek acchi gaayika bane. pic.twitter.com/J6u2GyWbCD
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 6, 2020