Pawandeep-Arunita: পরিবারের প্রবল আপত্তি, পবনদীপের নতুন মিউজিক ভিডিয়ো থেকে সরলেন অরুণিতা
ইন্ডিয়ান আইডলের গত সিজনে পবনদীপ ও অরুণিতা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করার পর আসতে থাকে একের পর এক অফার। সে সময়েই অক্টোপাস এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থা থেকে অরুদীপের সঙ্গে তিনটি মিউজিক ভিডিয়োর চুক্তি করা হয়।
আপনি কি অরুদীপ ভক্ত? তাহলে আপনার জন্য রয়েছে এক মন খারাপের খবর। অনস্ক্রিন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের কেমিস্ট্রি আর হয়তো আপনি দেখতে পারবেন না। নেপথ্যে, অরুণিতার পরিবারের। মেয়ের সঙ্গে পবনদীপের অনস্ক্রিন কোনও রোম্যান্টিক সিন থাকুক তা নাকি একেবারেই চাইছেন না তাঁর বাবা-মা। তাই বলে তো আর মিউজিক ভিডিয়ো বন্ধ থাকে না। অতঃপর বাঙালি কন্যের জায়গাও দখল নিল দক্ষিণী মুখ। কে তিনি?
তিনি চিত্রা শুক্লা। পবনদীপের আগামী মিউজিক ভিডিয়োতে অরুণিতার জায়গায় দেখা যাবে তাঁকেই। অরুদীপ ভক্তদের জন্য অবশ্য এক সুখবরও রয়েছে। অনস্ক্রিন অভিনয় না করলেও চিত্রায় গলায় গান কিন্তু অরুণিতাই গেয়েছেন। অনস্ক্রিন কেমিস্ট্রি না দেখা গেলেও গানের মাধ্যমেই কেমিস্ট্রি জমিয়ে দিতে রাজি তাঁরা।
ইন্ডিয়ান আইডলের গত সিজনে পবনদীপ ও অরুণিতা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করার পর আসতে থাকে একের পর এক অফার। সে সময়েই অক্টোপাস এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থা থেকে অরুদীপের সঙ্গে তিনটি মিউজিক ভিডিয়োর চুক্তি করা হয়। এই চুক্তির প্রথম ভিডিয়ো ‘মনজুর দিল’ ইতিমধ্যেই হিট। ভক্তদের কাছে হিট হলেও ওই গান নিয়ে সমস্যা অরুণিতার পরিবারের। সূত্র বলছে, অকারণে মেয়ের সঙ্গে পবনের সম্পর্ক নিয়ে সেই ইন্ডিয়ান আইডল থেকে যে চর্চা শুরু হয়েছে তা নাকি একেবারেই চান না তাঁরা। এমনকি প্রথম গানে পবনের সঙ্গে মেয়ের যাতে কোনও ঘনিষ্ঠ দৃশ্য না থাকে সে বিষয়েও প্রথম থেকেই সজাগ ছিলেন না। পরিবারের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে দ্বিতীয় গান ‘ফুরসত’ থেকে যদিও নিজেই সরে এসেছেন অরুণিতা। চিত্রার সঙ্গে পবনের চিত্রপট কতটা মন জয় করে এখন সেটাই দেখার।
View this post on Instagram
আরও পড়ুন- Bharti Singh and Haarsh Limbachiyaa: প্রথম সন্তানের অপেক্ষায় ভারতী-হর্ষ?