AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RRR 2: অস্কার ঘোর কাটতে না কাটতেই নজরে ‘আরআরআর ২’, কবে শুরু শুটিং?

Rajamouli: ২০২২-এর মাঝেই মিলেছিল খবর। কাজ শুরু হয়েছে আরআরআর ২-র। চিত্রনাট্য নির্মাণের কাজ বর্তমান। সম্প্রতি এনটিআর ৩০ (NTR 30)-র প্রচারে 'আরআরআর ২' নিয়ে মুখ খুললেন অভিনেতা।

RRR 2: অস্কার ঘোর কাটতে না কাটতেই নজরে 'আরআরআর ২', কবে শুরু শুটিং?
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 1:25 PM
Share

সদ্য অস্কার মঞ্চে নজর কেড়েছে আরআরআর ছবির গান নাটু নাটু। দেশের বুকে ভাইরাল হওয়া এই গান, গোটা বিশ্বে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। ছবির পরিচালক এসএস রাজামৌলী গত এক বছর ধরে আরআরআর ছবি নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। গোটা বিশ্বের কাছে ছবিকে পৌঁছে দিতে হয়ে উঠেছিলেন মরিয়া। গোল্ডেন গ্লোব থেকে শুরু করে দাদাসাহেব ফালকে অস্কার, নাটু নাটু গানকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন পরিচালক। তাঁর সেই স্বপ্নও হয়েছে সত্যি। ছবির গান প্রতিটা ক্ষেত্রেই নিজেকে সেরার সেরা প্রমাণ করেছেন। এরই মধ্যে শোনা যাচ্ছে গানের কোরিওয়াগ্রাফার প্রেম রক্ষিত আবারও জুটি বাঁধছেন পরিচালকের সঙ্গে।

অস্কার জয়েয়র খবর পেয়ে কোরিওগ্রাফার ধরে রাখতে পারেননি নিজের আবেগ, ভিজে ছিল চোখের কোল। তবে এখানেই শেষ নয়, আরও একবার তিনি জুটি বাঁধতে চলেছেন ছবির পরিচালক এসএস রাজামৌলীর সঙ্গে। আগামী দুই মাসের মধ্যেই শুরু কাজ। নতুন গান কি ছুঁতে পারবে ‘নাটু নাটু’র মাত্রা? নেটিজ়েনদের প্রশ্ন থাকলেও উত্তর দেবে সময়। তবে সর্বাধিক যে প্রশ্নের এখন মরিয়া এখন দক্ষিণী ভক্তরা, তা হল কবে আরআরআর ২-র কাজ শুরু হবে?

২০২২-এর মাঝেই মিলেছিল খবর। কাজ শুরু হয়েছে আরআরআর ২-র। চিত্রনাট্য নির্মাণের কাজ বর্তমান। সম্প্রতি এনটিআর ৩০ (NTR 30)-র প্রচারে আরআরআর ২ নিয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন,  তিনি আরআরআর ২-র শুটিং-এর বিষয় এখনও কিছু বলতে পারছেন না, কারণ এখনও ফাইনাল দিন স্থির করা হয়নি। তবে শীঘ্রই যে ছবির কাজ শুরু হচ্ছে সেই খবর দক্ষিণী দুনিয়ায় তুঙ্গে। তবে প্রশ্ন সেক্ষেত্রেও থেকে যায়, আরআরআর ছবি যে মাত্রায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তা কি এবার সম্ভব? হয়তো নয়।