প্রয়াত সুশান্ত সিং রাজপুত থেকে ধর্মেন্দ্র, দাদা সাহেব সম্মানে ভূষিত এক ঝাঁক তারকা
সেরা টেলিভিশন সিরিজ হিসেবে পুরস্কৃত করা হয় ‘কুণ্ডলি ভাগ্য’ সিরিয়ালটিকে। বাদ যাননি প্রবাদপ্রতিম অভিনেতা ধর্মেন্দ্রও।
গত শনিবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল ‘দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (Dadasaheb Phalke International Film Festival Awards 2021) । এক ঝাঁক তারকাকে দেওয়া হল চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান। টেলিভিশন, ওয়েব, সিনেমা, সঙ্গীতে অসামান্য অবদানের জন্য পুরষ্কৃত করা হল একাধিক তারকাকে।
আরও পড়ুন ‘মা’ হলেন করিনা, ভাইরাল হচ্ছে ‘মা’ হওয়ার পুরনো ছবি!
View this post on Instagram
জি-ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হল গোটা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের পর্যটন এবং পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে। ‘ছাপাক’-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীপিকা পাড়ুকোন অন্যদিকে সেরা অভিনেতার শিরোপা পেলেন অক্ষয় কুমার (লক্ষ্মী)।
View this post on Instagram
নেটফ্লিক্স প্রযোজিত ওয়েব ফিল্ম ‘গিল্টি’র জন্য সেরা অভিনেত্রী (ক্রিটিক্স চয়েস) হলেন কিয়ার আদবানি। সেরা অভিনেতা হিসেবে (ক্রিটিকস) পুরস্কার পেলেন সুশান্ত সিং রাজপুত। মরণোত্তর এই সম্মান দেওয়া হল সুশান্তকে। ‘ছিঁচোড়ে’ ছবিতে অভিনয়ের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
সেরা ছবির পুরস্কার পায় অজয় দেবগণ অভিনীত ‘তানহাজি: আনসাং হিরো’। বং জুন হো পরিচালিত ২০১৯ সালের দক্ষিণ কোরিয়ার অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-কে তুলে দেওয়া হয় আন্তর্জাতিক ফিচার ছবির পুরস্কার। সেরা পরিচালকের খেতাব পান অনুরাগ বসু (লুডো)।
View this post on Instagram
এছাড়া ‘মোস্ট ভার্সেটাইল অভিনেতা’র পুরস্কার পান কে কে মেনন। সেরা সহঅভিনেতা, অভিনেত্রীর পুরস্কার পান বিক্রান্ত মাসি (ছাপাক), রাধিকা মদন। ‘স্ক্যাম-১৯৯২’ সেরা ওয়েব সিরিজের পুরস্কার দেওয়া হয়। ওয়েব সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ববি দেওল এবং সুস্মিতা সেন (অভিনেত্রী)।সেরা টেলিভিশন সিরিজ হিসেবে পুরস্কৃত করা হয় ‘কুণ্ডলি ভাগ্য’ সিরিয়ালটিকে। বাদ যাননি প্রবাদপ্রতিম অভিনেতা ধর্মেন্দ্রও।। বাদ যাননি প্রবাদপ্রতিম অভিনেতা ধর্মেন্দ্রও। চলচ্চিত্র জগতের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয় তাঁকে। ভারতীয় সিনেমায় সাহিত্যে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হন লেখক চেতন ভগত।
View this post on Instagram