AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেমন আছেন দেবলীনা? পরিবারকে ভয়ঙ্কর কথা জানিয়ে দিলেন ডাক্তার

এই মুহূর্তে পিজি হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন তিনি। দেবলীনার পরিবারের লোকজনের তরফ থেকে জানা গিয়েছে, আগের থেকে শারীরিক দিক থেকে সুস্থ হয়েছেন তিনি। তবে মানসিক দিক থেকে একেবারেই ভাল নেই। মারাত্মক ট্রমায় রয়েছেন দেবলীনা।

কেমন আছেন দেবলীনা? পরিবারকে ভয়ঙ্কর কথা জানিয়ে দিলেন ডাক্তার
| Updated on: Jan 07, 2026 | 5:15 PM
Share

গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়া উত্তাল, গায়িকা, অভিনেত্রী, সোশাল মিডিয়া সেনসেশন দেবলীনা নন্দীর খবরে। দাম্পত্য কলহের জেরে, ৭৮ টি ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন দেবলীনা। কাঠগড়ায় তাঁর স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুরবাড়ির লোকজন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন তিনি। দেবলীনার পরিবারের লোকজনের তরফ থেকে জানা গিয়েছে, আগের থেকে শারীরিক দিক থেকে সুস্থ হয়েছেন তিনি। তবে মানসিক দিক থেকে একেবারেই ভাল নেই। মারাত্মক ট্রমায় রয়েছেন দেবলীনা।

বুধবার ফেসবুক লাইভে এসে দেবলীনার দিদি শর্মিষ্ঠা জানালেন, কতটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন দেবলীনা। কারও সঙ্গে কথা বলার মতো অবস্থা নেই তাঁর। কেঁদেই চলেছেন অনবরত। আর মুখে একটাই কথা, প্রবাহর সঙ্গে একবার কথা বলতে চাই। দেবলীনার পরিবারের অভিযোগ, দেবলীনার শারীরিক অবস্থার কথা জেনেও তাঁর শ্বশুরবাড়ির লোকজন একবার ফোনও করেননি। প্রবাহ তো নয়ই। দেবলীনার দিদির কথায়, আমাদের ভয় দেবলীনা আবার কিছু করে না বসে। মানসিক অবস্থা খুবই খারাপ। কারও সঙ্গে কথা বলতে চাইছে না। মারাত্মক ট্রমায় রয়েছে দেবলীনা।

দেবলীনার দিদি জানিয়েছেন, চিকিৎসকরা দেবলীনার মানসিক অবস্থা নিয়ে খুবই চিন্তায় রয়েছেন। তাঁর পরিবারকে চিকিৎসকরা সতর্ক করেছেন। তাঁদের ভয় দেবলীনা ফের আত্নহননের ট্রাই করতে পারেন। কারণ, মানসিক দিক থেকে একেবারেই সুস্থ নয়, দেবলীনা। দেবলীনার দিদি লাইভে এসে জানান, ”এখনও প্ল্য়ান করে যাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করছে, দিদিভাই সবথেকে সহজে কীভাবে মারা যায় বল তো! দিদি হয়ে কীভাবে সহ্য করব এই কথা!”