AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুহানার মা দীপিকা! বড় চমক দিলেন শাহরুখ

বরাবরই চমক দিতে ভালবাসেন শাহরুখ খান। আর সেই চমক একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে কিং অবতার! এমনকী, জওয়ান, ডাঙ্কির পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু।

সুহানার মা দীপিকা! বড় চমক দিলেন শাহরুখ
| Updated on: Apr 07, 2025 | 3:57 PM
Share

বরাবরই চমক দিতে ভালবাসেন শাহরুখ খান। আর সেই চমক একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার! এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু। কোনও আপোসে যাচ্ছেন না। আর তাই তো হঠাৎ করেই ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে, সিদ্ধার্থ আনন্দ! হ্যাঁ, মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমরের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তাঁর এই ‘কিং’ ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। শাহরুখ যে কিং নামের এক থ্রিলার ছবি বানাচ্ছেন, সে খবর নতুন নয়। তবে নতুন খবর হল, ‘জওয়ান’ ছবির পর এই ছবিতেও নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে! সূত্রের খবর, ‘কিং’ ছবিতে সুহানা খানের মা এবং শাহরুখের প্রাক্তন প্রেমিকার চরিত্রেই থাকছেন দীপিকা। কেমিও চরিত্র হলেও, দীপিকা নাকি এই ছবির বড় চমক।

সূত্রের খবর, আগামী মাস থেকেই নাকি দীপিকাকে নিয়ে শুটিং শুরু করবেন শাহরুখ। ইতিমধ্যেই নাকি সুহানার সঙ্গে দৃশ্যের মহড়া করে ফেলেছেন দীপিকা।