
বলিউড চর্চার কেন্দ্রে এখন কেবলই বাদশা শাহরুখ খান। জন্মদিনের সেলিব্রেশন থেকে শুরু করে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম লুক প্রকাশ্যে আসা, তাঁকে ঘিরে অনুরাগীদের উত্তেজনার পারদ তুঙ্গে। ২ নভেম্বর অনুরাগীদের চমকে দিয়ে প্রকাশ্যে এসেছে শাহরুখের আগামী ছবির লুক। যা দেখে রীতিমতো মুগ্ধ অনুরাগীরা। তবে শাহরুখ বলে কি তিনি বিতর্কের উর্ধ্বে? একশ্রেণি তাই তাঁর কিং ছবির লুক দেখা মাত্রই ‘টুকলি’র উল্লেখ করলেন। শাহরুখের এই নতুন লুক নাকি হলিউড অভিনেতা ব্র্যাড পিটের আসন্ন ‘F1’ ছবির চেহারার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বিষয়টা ছড়িয়ে পড়তেই মুখ খুললেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
প্রথম লুক প্রকাশের পর থেকেই নেটিজেনদের নজর পড়ে শাহরুখের পরনে থাকা নীল শার্ট ও ট্যান রঙের জ্যাকেটের দিকে। বহু দর্শক এবং ফ্যান পেজ দুই অভিনেতার ছবি পাশাপাশি রেখে তুলনা করতে শুরু করে। কেউ বলছেন, এটি নিছক “অনুপ্রেরণা”, আবার কেউ সরাসরি অভিযোগ তুলেছেন “কপি” করার। কেউ কেউ আবার সমর্থন করে বলছেন—“বলিউডে যদি ফাইটার জেট থাকে, বলে টপ গান-এর কপি, যদি জাহাজ থাকে, বলে টাইটানিক-এর কপি, এখন একই রঙের জামা মানেই F1-এর নকল!”
এই প্রসঙ্গে নিজের মতামত স্পষ্ট করলেন কিং ছবির পরিচালক। এক নেটিজেন পোস্টে যখন লেখেন, “বলিউডকে অযথা হেট করা এখন নতুন ট্রেন্ড। প্রতিটা জিনিসেই কপি খোঁজা হচ্ছে,”—পরিচালক সেই পোস্টে হাসির ইমোজি এবং “ওকে” হ্যান্ড সাইন দিয়ে নিজের বিশ্বাস স্পষ্ট করে দেন। তাঁর প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, এই তুলনাগুলিকে তিনি নিছক মজার ছলে নিচ্ছেন, এবং সোশ্যাল মিডিয়ার এই বিতর্ককে বিন্দুমাত্র পাত্তা দিতে তিনি নারাজ।
উল্লেখ্য, জন্মদিনে প্রকাশিত ‘কিং’-এর টিজারে নয়া অবতারে ধরা দিয়েছেন শাহরুখ। সল্ট-অ্যান্ড-পেপার লুক, রক্তাক্ত মুখ, এবং প্রচণ্ড অ্যাকশন দৃশ্যে ভরপুর এই টিজার ইতিমধ্যেই ভাইরাল। শাহরুখ নিজেই জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রটি একেবারেই ভিন্নধর্মী — “এই চরিত্রটা বেশ ডার্ক, অনেক দোষে ভরা, সে মানুষ খুন করে, এবং কাউকে প্রশ্ন করার প্রয়োজন মনে করে না।” সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কপূর ও জয়দীপ আহলাওয়াত। মুক্তি পেতে চলেছে ২০২৬ সালে।