টলিপাড়ার গায়িকার আত্মহত্যার চেষ্টা? ভয়ঙ্কর ঘটনা জানুন

গায়িকা দেবলীনা নন্দীর স্টেজ শো মাতিয়ে রাখে দর্শকদের। পাশাপাশি দেবলীনার স্বভাব ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা। সেই সূত্রেই প্রবাহ নামে এক ব্যক্তির সঙ্গে দেবলীনার বিয়ে থেকে তাঁদের কাটানো সময়ের বিভিন্ন মুহূর্তে রয়েছে জনসমক্ষে। ২০২৪-এ দেবলীনার বিয়ে হয়েছে।

টলিপাড়ার গায়িকার আত্মহত্যার চেষ্টা? ভয়ঙ্কর ঘটনা জানুন

| Edited By: আকাশ মিশ্র

Jan 06, 2026 | 4:29 PM

গায়িকা দেবলীনা নন্দীর স্টেজ শো মাতিয়ে রাখে দর্শকদের। পাশাপাশি দেবলীনার স্বভাব ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা। সেই সূত্রেই প্রবাহ নামে এক ব্যক্তির সঙ্গে দেবলীনার বিয়ে থেকে তাঁদের কাটানো সময়ের বিভিন্ন মুহূর্তে রয়েছে জনসমক্ষে। ২০২৪-এ দেবলীনার বিয়ে হয়েছে।

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভে এসে ভেঙে পড়তে দেখা যায় দেবলীনাকে। লাইভে তিনি জানান, সব দিকে সমস্যা চলছে। প্রথমে দেবলীনা কর্মজীবন নিয়ে সমস্যার কথা বলতে শুরু করেন। তারপর জানান, বিয়ের পর থেকেই তাঁর মাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে। তিনি বরাবরই সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে গিয়েছেন বলেই দাবি করেন। সংসার করতে গিয়ে তাঁকে বারবার একটি কথাই শুনতে হয়েছে—বাপের বাড়ির মানুষদের ছেড়ে দিতে হবে, এমন আভাস দেন গায়িকা।

লাইভে একাধিকবার দেবলীনা বলেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।” পরদিন হাসপাতালে দেবলীনার ছবি দেখা যায়। দেবলীনার বন্ধু সায়ক ছবি পোস্ট করে জানান, দেবলীনা এখন তুলনায় ভালো আছেন। সায়ক সোশ্যাল মিডিয়াতে এসে কী ঘটেছে, তা বোঝানোর চেষ্টা করলেও, দেবলীনা আত্মহত্যাই করতে গিয়েছিলেন, সেটা খোলসা করেননি। পাশাপাশি দেবলীনার বিয়েতে যে সমস্যা চলছিল, তার আভাস দিয়েছেন সায়ক।

এমনকী বিয়ে হওয়ার আগে থেকেই নাকি সমস্যা শুরু হয়েছিল, সে কথা বলেন সায়ক। অথচ দেবলীনা-প্রবাহর ব্যক্তিগত জীবনের ভিডিয়ো দেখে বোঝার উপায় নেই, তাঁদের মধ্যে কোনও সমস্যা রয়েছে!  ঠিক কোন পরিস্থিতিতে পড়ে এমন চরম সিদ্ধান্ত নিতে হল দেবলীনাকে, সমস্ত দিক খতিয়ে দেখা হোক, সেটাই গায়িকার সহকর্মীরা চাইছেন।