AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gauri Khan Assets: শাহরুখের সম্পত্তি ছাড়াই কোটিপতি, গৌরী একাই মোটা টাকার মালকিন

Gauri Khan: শাহরুখ খান শত শত মানুষের কাছে অনুপ্রেরণা। পরিবারকে যেভাবে আগলে রেখেছেন তিনি, তিন সন্তানদের যেভাবে মানুষ করেছেন, স্ত্রী গৌরী খানকে যতটা মর্যাদা দিয়েছেন, তা বারবার সকলের নজর কেড়েছে।

Gauri Khan Assets: শাহরুখের সম্পত্তি ছাড়াই কোটিপতি, গৌরী একাই মোটা টাকার মালকিন
| Updated on: Jan 23, 2025 | 6:39 PM
Share

শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যের সঙ্গে দীর্ঘদিন সংসার করছেন চুটিয়ে। তবে সম্পর্কের সমীকরণ এখানেই শেষ নয়, শাহরুখের একাধিক ছবির প্রযোজকও গৌরী বটে। একের পর এক ছবি যখন শাহরুখ খানের ফ্লপ হচ্ছে,ঠিক সেই সময়ই বড় ধাক্কার মুখে গৌরী খান। নিজেই মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান বলেছিলেন, গৌরীর সমস্যার কথা। জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়ে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বহুদিন পর পুরস্কার পাচ্ছেন। আর তাঁর ছবি চলা মানেই গৌরী খানের উন্নতি, আর না চললেন সেই ধাক্কা সামলাতে হয় তাঁকেই।

জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়ে শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি বহুদিন পর পুরস্কার পাচ্ছেন। আর তাঁর ছবি চলা মানেই গৌরী খানের উন্নতি, আর না চললেন সেই ধাক্কা সামলাতে হয় তাঁকেই। গৌরী খান এক কথায় ব্যবসায়ী। আয়ের জায়গায় কোনও খামতি রাখেন না তিনি। ইন্টেরিয়র ডিজাইনারের ব্যপসা তাঁর। সেখান থেকে বর্তমানে তিনি এক রেস্তোরাঁরও মালিক। তাঁর রেস্তোরাঁর নাম দিয়েছেন তিনি তরী। ভিতরের সমস্ত ডিজাইন তাঁর নিজে হাতে করা। স্বপ্নের এই রেস্তোরাঁ ২০২৪ সালে খুলেছেন তিনি। পাশাপাশি কিং খানও এই বিষয় বেজায় উৎসাহী ছিলেন।

ফলে বোঝাই যায় যে শাহরুখ খানের স্ত্রীর সম্পত্তির পরিমাণ নেহাতই কম নয়। শাহরুখ খান ৭০০০ কোটির মালিক। তবে গৌরী খান নিজেই ১৬০০ কোটির মালিক। শাহরুখ খান শত শত মানুষের কাছে অনুপ্রেরণা। পরিবারকে যেভাবে আগলে রেখেছেন তিনি, তিন সন্তানদের যেভাবে মানুষ করেছেন, স্ত্রী গৌরী খানকে যতটা মর্যাদা দিয়েছেন, তা বারবার সকলের নজর কেড়েছে।